জেলা 

সুফি পীর গোলাম সালমানী আব্বাসী রাহ এর স্মরণে ঈসালে সওয়াব

শেয়ার করুন

গুডফ্রাইডের পরেরদিন অর্থাৎ ১৯ রমজান,৩০ মার্চ ২০২৪ ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় সুফি পীর গোলাম সালমানী আব্বাসী রাহ এর স্মরণে ঈসালে সওয়াব উপলক্ষে ইফতার মজলিস, জামায়াতবদ্ধ ভাবে মাগরিবের নামাজ আদায়,তাবারুক বিতরণ, বিনামূল্যে ধর্মীয় কিতাব বন্টন করা হয়। অসংখ্য খলিফা,মুরিদ,ভক্ত উপস্থিত ছিলেন।

আখেরি মোনাজাত করেন, হজরত মাওলানা মুফতি হাসান সিদ্দিকী সাহেব। সুফি গোলাম সালমানী আব্বাসী স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়, মাওলানা মুফতি হাসান সিদ্দিকী হুজুরকে।সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন, শামসুল উলামা গোলাম সালমানী আব্বাসী রাহ এর প্রপৌত্র মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ