দেশ 

কংগ্রেসকে যে আইনে জরিমানা করা হয়েছে সেই আইনেই বিজেপিকে ৪৬০০ কোটি টাকা জরিমানা করা উচিত আয়কর দফতরের দাবি কংগ্রেসের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : কংগ্রেস দলকে ১৮০০ কোটি টাকার জরিমানার নোটিশ পাঠানোর পরেও তারা দুর্বল হয়ে যায়নি তারা ভয় পাচ্ছে না। তারা আগের চেয়েও আরও বেশি করে মোদি সরকারের সমালোচনা করবেন করব, নরেন্দ্র মোদির তানাশাহির বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবে। আজ শুক্রবার এআইসিসির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই কথাগুলি বলেন কংগ্রেস নেতা জয় রাম রমেশ।

এদিন সাংবাদিক বৈঠক দেখে কংগ্রেস দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন অভিযোগ করেন যে, সীতারাম কেশরী যখন কংগ্রেসের সভাপতি ছিলেন আজ থেকে ৩০ বছর আগে থেকে এই সময় পর্যন্ত ধরে ১৮০০ কোটি টাকা জরিমানা ধার্য করে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। অজয় মাকেন অভিযোগ করেন, এটা এক ধরনের বেআইনি কাজ। আসল লক্ষ্য হচ্ছে কংগ্রেস দল যাতে আগামী লোকসভা নির্বাচনে ভালোভাবে প্রচার করতে না পারে তার জন্য কংগ্রেসকে পঙ্গু করার চেষ্টা। তিনি বলেন আমরা আয়কর ট্রাইবুনালে আবেদন করেছিলাম আমাদের আবেদন খারিজ হয়ে গেছে। তারপর আমরা দিল্লি হাইকোর্টে গিয়েছিলাম সেখানেও আমাদের আবেদন খারিজ হয়ে গেছে। এবার আমরা দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে যাব। আমাদের প্রত্যাশা গণতন্ত্রের স্বার্থে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় প্রদান করবে। আমরা সুবিচার পাব এবং গণতন্ত্র সুরক্ষিত হবে। প্রশ্নের উত্তরে অজয় মাকেন বলেন, আমরা বিশ্বাস করি দেশের শীর্ষ আদালত দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সাংবিধানিক ব্যবস্থাকে অটুট রাখার জন্য সব রকম প্রচেষ্টা চালাবে।

Advertisement

এইভাবে যদি কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া হয় তাহলে আগামী দিনে নির্বাচনে লড়াই করার মত অন্য কোন ব্যবস্থা কি কংগ্রেস নিয়েছে ? এই প্রশ্নের উত্তরে অজয় মাকেন বলে বলেন আমাদের পরিকল্পনায় এ বি সি সবই আছে। শীর্ষ আদালতে নির্দেশ মতো আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। একই সঙ্গে তিনি দাবি করেন যে পদ্ধতিতে কংগ্রেসের কাছ থেকে ১৮০০ কোটি টাকা আয়কর দাবি করেছে সেই পদ্ধতিতেই যদি বিচার করা হয় তাহলে বিজেপিকে ৪৬০০ কোটি টাকা জরিমানা করতে হবে আয়কর দফতরকে। এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের কাছে কংগ্রেস নেতা জয় রাম রমেশ বলেন, এ আই এর মাধ্যমে আমরা হিসাব করে বিজেপির বিরুদ্ধে কত টাকা আয়কর হতে পারে তা আমরা নির্ধারণ করেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের প্রতি অর্থাৎ কংগ্রেসের প্রতি যে দৃষ্টিভঙ্গি থেকে আয়কর দফতর ১৮০০ কোটি টাকা জরিমানা করেছে সেই একই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বিজেপিরকে ৪৬০০ কোটি টাকা জরিমানা করতে হবে এবং নোটিশ দিতে হবে।

এরপরই কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা মনে রাখবেন আমাদেরকে আয়কর দফতর থেকে নোটিশ পাঠিয়েছে বলে আমরা ভয় পাচ্ছি না। আমরা যেমন ভাবে মোদির তানাশাহীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি সেই প্রতিবাদ আমরা জানাতেই থাকবো। নির্বাচনে আমরা লড়বো সাধারণ মানুষের ঘরে ঘরে যাব মানুষকে বলবো যে কংগ্রেসকে পঙ্গু করার জন্য আর্থিকভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিয়েছে এই বিজেপি সরকার।

একই সঙ্গে তিনি বলেন, আইটি নোটিশ পাঠিয়েছে বলে আমরা নির্বাচনী প্রচার করছি না এটা ঠিক নয় আর এটা বন্ধ হবেও না। আগামী তেসরা এপ্রিল থেকে ঘরে ঘরে কংগ্রেসের গ্যারান্টি প্রকল্প নিয়ে মানুষের দরবারে যাব। মানুষকে বলবে আমরা ক্ষমতায় আসলে কি কি কাজ আমরা করব। এদিনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা যথেষ্ট পরিমাণে উত্তেজক অবস্থায় ছিলেন। অন্যদিকে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং বিদায়ী লোকসভার কংগ্রেস দলের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, আইটি নোটিশ পাঠিয়ে কংগ্রেসকে রোখা যাবেনা। কংগ্রেস-সাধারণ মানুষের দরবারের বিচার চাইবে। আমরা আশা করব মোদীজি অন্যায় দেশের মানুষ আর সহ্য করবেন না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ