কলকাতা 

তাপমাত্রা ৪০ ছাড়িয়ে যাবে বৈশাখ আসার আগেই!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বৈশাখ মাস আসার আগেই এবার রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়ে যেতে পারে বলে আবহাওয়া দফতর মনে করছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে উঠানামা করছে কলকাতার উপকণ্ঠে সল্টলেকে তাপমাত্রা এক ধাক্কায় ৩৫ এর দেশি হয়ে গেছে।

বর্ধমানের পানাগড় বীরভূম পুরুলিয়া বাঁকুড়া তাপমাত্রা হু হু হু করে বেড়ে চলেছে। তবে আশার কথা এই যে, তাপমাত্রা বাড়লেও এই সময়কালে প্রায় প্রতিদিনই বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ