দেশ 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা নেই দাবি নির্মলার! কতটা সত্য বলছেন দেশের অর্থ মন্ত্রী?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তামিলনাড়ুর কোন একটি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তা তিনি নাকচ করে দিয়েছেন এক কথায় ভোটে লড়ার মত টাকা তাঁর নেই। আদৌ তিনি সত্যি কথা বলছেন কিনা?

একটু খতিয়ে দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ এর লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সময় তার আয়-ব্যায়ের যে হিসাব তিনি নির্বাচন কমিশনের কাছে পেশ করেছিলেন তাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট সম্পত্তির পরিমাণ ২,৫১,৩৬,১১৯ টাকা। অন্যদিকে দেশের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভার সাংসদ হওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা দিয়েছিলেন সেই মতো তার সম্পত্তির পরিমাণ ২,৬৩,৭৭,৮৬১ টাকা। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর তুলনায় অনেকটাই গরিব বলা যেতে পারে তা সত্ত্বেও নরেন্দ্র মোদি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Advertisement

আসলে এসব হচ্ছে অজুহাত মাত্র। নির্মলা সীতারামন নিজেকে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরা লক্ষে এই ধরনের কথাবার্তা প্রকাশ্যে বলছেন। প্রথমত নির্বাচনে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে তার অধিকাংশ আর্থিক ব্যবহার বহন করে রাজনৈতিক দল গুলি। যে দল থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন সেই দলের পক্ষেই আর অর্থ বেশি খরচ করা হয়। বিশেষ করে জাতীয় দল গুলির ক্ষেত্রে কংগ্রেস কিম্বা বিজেপির মত দলগুলি প্রার্থীদের খরচের টাকা বহন করে থাকে।

তাহলে নির্মলা সীতারামনের আপত্তি কোথায়? আসলে তিনি তামিলনাড়ুর মতো বিজেপি বিরোধী রাজ্য থেকে জয়ী হতে পারবেন না এই কারণেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন না। এটা হচ্ছে আসল বাস্তব সত্য। সেটাকে আড়াল করার জন্য আর্থিক পরিস্থিতির যে গল্পটা ফাঁদা হয়েছে তাতে কোন বাস্তবতা নেই। দেশের অর্থমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা নেই, এটা শুধু বিশ্বাসযোগ্য তথ্য নয় তো বটেই বরং এটা হাস্যকর বলা যেতে পারে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ