দেশ 

দেশের একটি গোষ্ঠী বিচার বিভাগকে চাপে রাখার চেষ্টা চালাচ্ছে, অভিযোগ জানিয়ে ৬০০ আইনজীবী চিঠি দিলেন প্রধান বিচারপতিকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের একটি গোষ্ঠী নানাভাবে চেষ্টা করছে বিচার বিভাগকে চাপে রাখতে এমনই অভিযোগ জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখল লিখলেন ৬০০ আইনজীবী।এদের মধ্যে রয়েছেন প্রবীণ আইনজীবী হরিষ সালভে এবং পিঙ্কি আনন্দ।

ওই চিঠিতে বলা হয়েছে, গণতান্ত্রিক কাঠামো এবং বিচার প্রক্রিয়ার উপর যে আস্থা রয়েছে একাধিক পদক্ষেপে তা ভাঙার ষড়যন্ত্র হচ্ছে। আইনজীবীদের অভিযোগ, ওই স্বার্থান্বেষী গোষ্ঠী প্রচার চালাচ্ছে যে বিচার বিভাগের সোনালি অধ্যয় শেষ হয়েছে, বর্তমানে তা দুর্বল থেকে দুর্বলতর। এদের উদ্দেশ্যই হল আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করা। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওই গোষ্ঠী নিজেদের রাজনৈতিক সুবিধা এবং কৌশল অনুযায়ী বিচার বিভাগের সিদ্ধান্তগুলির নিন্দা কিংবা প্রশংসা করছে।

Advertisement

৬০০ আইনজীবীর চিঠিতে সরাসরি বলা হয়েছে, ‘কিছু আইনজীবী দিনের বেলা রাজনীতিবিদদের রক্ষা করছে, রাতে মিডিয়ার মাধ্যমে আদালত তথা বিচাপতিদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।’ আরও বলা হয়েছে, রাজনীতিবিদরা দুর্নীতির অভিযুক্ত হলে রক্ষা পেতে আদালতে আসছেন। আদালতের সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে গেলেই বিচার বিভাগের সমালোচনা করছেন। অনেকে আবার সোশাল মিডিয়ার মাধ্যমে বিচারপতিদের চাপে ফেলার কৌশল নিচ্ছেন বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। রাজনৈতিক নেতাদের এমন পদক্ষেপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক সুপ্রিম কোর্ট, আর্জি জানিয়েছেন আইনজীবীরা।

বলা বাহুল্য, লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা গোটা দেশের আইনজীবীতদের এমন চিঠি তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল, নির্বাচনী বন্ড, কমিশনার নিয়োগ-সহ একাধিক মামলা রয়েছে শীর্ষ আদালতে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ