কলকাতা 

নতুন বছরে ন্যুনতম বেতন স্থির করার দাবিতে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বাগিচা শ্রমিকরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকার কমিটির সুপারিশ মত চলতি মাসের মধ্যে বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরির হার স্থির না করলে শ্রমিকরা আগামী মাস থেকে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। বাগিচা শ্রমিকদের মজুরি নিয়ে আজ শিলিগুড়ি সার্কিট হাউসে আয়োজিত ন্যুনতম মজুরি পরামর্শদাতা কমিটির বৈঠকে রাজ্য সরকারকে তা জানিয়ে দেওয়া হয়েছে।

চা শ্রমিক সংগঠনগুলির জয়েন্ট ফোরামের আহ্বায়ক জিয়াউল আলম বলেন, কমিটি চলতি মাসের মধ্যেই শ্রমিকদের মজুরির হার ঠিক করে রাজ্য সরকারকে জানিয়ে দেবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এর আগে রাজ্য সরকার কমিটির সঙ্গে কোন আলোচনা না করেই একক ভাবে সিদ্ধান্ত নিয়ে সেপ্টেম্বর মাস থেকে শ্রমিকদের অন্তবর্তী বর্ধিত মজুরির হার ঘোষনা করায় তা আদালতে বেআইনি হয়ে যায় বলে তিনি জানান।

Advertisement

উল্লেখ্য রাজ্যে বড় ও মাঝারি বাগিচা শ্রমিকরা বর্তমানে দিনপ্রতি ১৫৯ টাকা হারে মজুরি পান। আজকের বৈঠকে রাজ্য সরকারের তরফে শ্রম কমিশনার জাহিদ আখতার, শিলিগুড়ির সহ শ্রম কমিশনার সঞ্জু সিমিক উপস্থিত ছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × four =