পুলিশ প্রশাসনকে হুমকি নির্বাচন কমিশন শোকজ করলো ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে
বাংলার জনরব ডেস্ক : দিলীপ ঘোষের পর এবার শোকজ হলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। তিনি বিডিওর ঘরে ঢুকে পুলিশ প্রশাসনকে লাঠি ঝাঁটা নিয়ে আক্রমণ করার হুঁশিয়ারি দিয়েছিলেন। এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে আজ নির্বাচন কমিশন হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ করেছে।
যদিও বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, ‘‘আমরা এখনও কোনও শো-কজ় লেটার পাইনি। পেলে তার উত্তর দেওয়া হবে।’’
মঙ্গলবার সকালে ডেবরার ট্যাবাগেরিয়াতে গিয়েছিলেন তিনি। সেখানে জনসংযোগ কর্মসূচির পর সন্ধ্যায় ডেবরা বিডিও অফিসে গিয়ে বিডিও-র সঙ্গে দেখা করেন। বিডিও-র দফতরে বসেই হিরণকে বলতে শোনা যায়, ‘‘আগামী দু’মাস লাঠি-ঝাঁটা নিয়ে গ্রাম পাহারা দিন। গ্রামে কোনও পুলিশ-প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না। আগামী দু’মাস সব কিছু আটকে রাখুন। ভোটে জেতার পরে যা ব্যবস্থা নেওয়ার নেব।’’
হিরণের এই মন্তব্যের বিরোধিতা করে সরব হয় শাসকদল তৃণমূল। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ তোলে তারা। এ নিয়ে বিতর্ক দানা বাঁধতেই হিরণকে শো-কজ় করল কমিশন।