কলকাতা 

মমতাকে কুরুচি কর আক্রমণের জন্য দলের পাশাপাশি নির্বাচন কমিশনের নোটিশ দিলীপ ঘোষকে, ২৪ ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুরুচিকর মন্তব্য করার জন্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। জানা গেছে দলীয় নির্দেশের ফলেই তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এই ঘটনার পরে পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিলীপ ঘোষকে নোটিশ পাঠানো হয়েছে বলা হয়েছে আগামী কাল বৃহস্পতিবার এর মধ্যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুরুচিকর মন্তব্য করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে।এ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘আমি নির্দেশ মতো দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে সাংবিধানিক রীতিকে মর্যাদা দিয়ে কমিশনকে জবাব দেব।’’

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ। তিনি বলেন, ‘‘বিহার, উত্তরপ্রদেশ থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে।’’ এর পরেই তিনি মমতার উদ্দেশে তাঁর পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ ওঠে।

Advertisement

দিলীপের মঙ্গলবার সকালের বক্তব্যের পাল্টা প্রচার শুরু করে তৃণমূল। নির্বাচন কমিশনে নালিশও জানায়। তার পরেই মঙ্গলবার রাতে কেন্দ্রীয় নেতৃত্বের চিঠি পান দিলীপ। যেখানে বলা হয়েছে, “মাননীয় দিলীপ ঘোষ, আপনার আজকের বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়। ভারতীয় জনতা পার্টির নীতির পরিপন্থীও। দল এই বক্তব্যের নিন্দা করছে। সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার নির্দেশানুসারে আপনি যত দ্রুত সম্ভব আপনার আচরণের ব্যাখ্যা দিন।”

যদিও দিলীপ ঘোষ শুধুমাত্র এবারেই নয় গত লোকসভা নির্বাচনের সময়ও একই ধরনের বিতর্কিত মন্তব্য করার জন্য তাকে নির্বাচন কমিশন সতর্ক করেছিল। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন তা নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। বাংলার রাজনীতিতে এই ধরনের কথাবার্তা কেউ বলেন না কিন্তু দিলীপ ঘোষ বলেন। আর দিলীপ ঘোষদের গুরুত্ব দেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ