মহুয়াকে তলব ইডির!
বাংলার জনরব ডেস্ক : মহুয়া মৈত্রকে (Mahua Moitra) তলব ইডির। বৃহস্পতিবারই কৃষ্ণনগরের তৃণমূল (TMC) প্রার্থীকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে তলব করা হয়েছে মহুয়ার ব্যবসায়ী ‘বন্ধু’ দর্শন হীরানন্দানিকেও। দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের দাবি।
ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় গত বছর সাংসদ পদ খারিজ হয়েছিল মহুয়া মৈত্রর। বিজেপি (BJP) সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁর সাংসদ পদ খারিজ করে এথিক্স কমিটি। বিজেপির অভিযোগ ছিল ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দানির কাছ থেকে নগদ অর্থ এবং দামি উপহার নিয়ে তাঁকে সংসদের ওয়েবসাইটের পাসওয়ার্ড দেন তৎকালীন তৃণমূল সাংসদ। মহুয়া নিজেও স্বীকার করেন, তিনি কিছু উপহার হীরানন্দানির (Darshan Hiranandani) কাছে পেয়েছেন। তবে সেটা একেবারই সামান্য। সংসদে করা তাঁর কোনও প্রশ্নের সঙ্গে এই উপহারের কোনও সম্পর্ক নেই।
কিন্তু সেসব দাবি উড়িয়ে দিয়ে মহুয়ার সাংসদ পদ খারিজ করার সুপারিশ করে সংসদের এথিক্স কমিটি। এখানেই শেষ নয়, কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তদন্তের সুপারিশ করে সংসদ। আপাতত লোকপালের নির্দেশে ইডি এবং সিবিআই যৌথভাবে তদন্ত করছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই ফেমা আইনে মহুয়াকে নোটিস দিয়েছে ইডি (ED)। বৃহস্পতিবার তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে। মহুয়া হাজিরা দিলে দর্শন হীরানন্দানির সামনে বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।