জেলা 

‘এসো ভাবতে শিখি’ কর্মশালা : দক্ষিণ দিনাজপুরের বেস আন-নূর মডেল স্কুলে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শিক্ষাচিন্তায় বলেছিলেন, আমাদের শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থী এমনকী শিক্ষক-শিক্ষিকাদেরকেও চিন্তাশক্তি বাড়ানো ও সৃষ্টিশীল কাজের প্রতি বিশেষ সচেতন ও যত্নবান হতে হবে। নিরন্তর চর্চা ও চিন্তার মাধ্যমে বাড়ে কল্পনাশক্তি যা একজনকে ভাবতে শেখায়, শেখায় ছবি আঁকতে, আর যার ফলে সে বলতে শেখে এবং লিখতে সক্ষম হয়।

শিখন প্রক্রিয়ার এই মৌলিক কথা মাথায় রেখে এক সপ্তাহব্যাপী এক কর্মসূচি হাতে নেয় দক্ষিণ দিনাজপুরের বেস আন-নূর মডেল স্কুলের বয়েজ এবং গার্লস ক্যাম্পাস। ১৭ থেকে ২৪শে মার্চ তারা বিভিন্ন বিভাগ করে ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করে নানা ধরনের প্রতিযোগিতা। বিষয় থেকে আঁকা, মক সাক্ষাৎকার গ্রহণ, থিমকে কেন্দ্র করে লেখা, তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা- এসব তো ছিলই; এর সঙ্গে ছিল গান, গজল, কবিতা আবৃত্তি, হামদ ও নাতে রাসুল (সাঃ)। অনুষ্ঠানের নাম দেয়া হয়েছিল – এসো ভাবতে শিখি। অনুসন্ধান কলকাতার উৎকর্ষ সাধন প্রকল্পের আওতায় সমগ্র অনুষ্ঠানের চূড়ান্ত ব্যবস্থাপনা ছিল গত রবিবার ২৪ মার্চ।

Advertisement

বিশিষ্ট গল্পকার ও শিক্ষক সামসুল হুদা আনার, তামিম ইসলাম এবং আনিসুর রহমানের সুদক্ষ নেতৃত্বে গার্লস এবং বয়েজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা নিয়ে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষকরা। ড. সন্দীপ রায়, ড.স্বাগতা বসাক, জহরলাল নাইয়া, গৌরাঙ্গ সরখেল, নায়ীমুল হক, সেখ রবিউল হক প্রমূখ।

এদিন বয়েজ সেকশনের প্রধান শিক্ষক আয়ুব আনসারের হাতে অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে মাধ্যমিক ২০২৫-এর পাঠ পরিকল্পনা তুলে দেয়া হয়; যা তৈরি করেছেন কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। এছাড়াও এদিন ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং কাম বার্নিং মেশিন উপহারস্বরূপ কিনে পাঠান অনুসন্ধান কলকাতার মুখ্য উপদেষ্টা বিশিষ্ট বিজ্ঞানী মতিয়ার রহমান খান। উপহারখানি তুলে দেওয়া হয় বেস আন-নূর এর ছাত্র-ছাত্রীদের জননীস্বরূপ যিনি আগলে রেখেছেন সেই মমতাময়ী জেবুন্নেহার বেগমকে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ