দেশ 

পাঞ্জাবে একা লড়বে বিজেপি ! গেরুয়া শিবিরের সঙ্গে জোটে যেতে রাজি নয় অকালি! চাপে মোদি শাহ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহু চেষ্টা করেছিলেন অন্তত পাঞ্জাবে অকালি দলের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে কিন্তু ভোটের দামামা বেজে যাওয়ার পর স্পষ্ট জানিয়ে দেয়া হলো কোন জোট হবে না। আজ মঙ্গলবার বিজেপির পাঞ্জাব রাজ্যের সভাপতি সুনীল জাখড় এক ভিডিও বার্তায় জানিয়েছেন,‘‘লোকসভা নির্বাচনে বিজেপি একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। জনগণ, দলীয় কর্মী এবং নেতাদের প্রতিক্রিয়া নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর সরকার পঞ্জাবের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। সে কথা কারও অজানা নয়।’’

তবে কি কারণে প্রধানমন্ত্রীর উদ্যোগ সত্বেও অকালী দলের সঙ্গে সমঝোতা ভেস্তে গেল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিশেষ সূত্রে জানা গেছে অকালী দলের পক্ষ থেকে বিজেপি কাছে যে প্রস্তাব দেয়া হয়েছিল সেই প্রস্তাব বিজেপি মানতে চায় নি। তাই সমঝোতা প্রক্রিয়া ভেস্তে গেল।অকালি দলের তরফে বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকারকে অবশ্যই সমস্ত শিখ বন্দি, যাঁরা তাঁদের সাজার মেয়াদ পূর্ণ করেছেন তাঁদের ছাড়তে হবে। এ ছাড়াও কৃষকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার দাবিও জানায় অকালি দল। কিন্তু বিজেপি এই প্রস্তাব না মানার ফলে ই জোট প্রক্রিয়া সম্পূর্ণ হলো না বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে এটাই কারণ নয়। এর পেছনে রয়েছে অন্য কারণ। পাঞ্জাবের বাসিন্দাদের বিজেপির প্রতি যে অসন্তোষ রয়েছে সেটা ভালোভাবে উপলব্ধি করতে পারছে অকালি দল। তাই আগ বাড়িয়ে জোটে যেতে চাইলো না অকালি দল।

Advertisement

এর ফলে পাঞ্জাবে আসন্ন লোকসভা নির্বাচনে চতুর্মুখী লড়াই হবে। ফলে গতবার এই রাজ্য থেকে বিজেপি যে দুটি আসন পেয়েছিল সেটাও যেবার পাবে না তা নিয়ে কোন সন্দেহ নেই। এক কথায় বলা যেতে পারে, অকালি দলের সঙ্গে জোট না হওয়ার কারণে বড় ধাক্কা খেলো বিজেপি। এর প্রভাব পড়বে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশের একটা অংশে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ