দেশ 

বরুণ গান্ধী কি আমেথি থেকে প্রার্থী হচ্ছেন!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মা মেনোকা গান্ধীকে উত্তরপ্রদেশের সুলতানপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করলেও ছেলে বরুণ গান্ধীকে এবার প্রার্থী করেনি বিজেপি। উত্তরপ্রদেশের পিলভিট লোকসভা কেন্দ্রটি থেকে বরাবরই বরুণ গান্ধী জিতে আসছেন এমনকি তার আগে তাঁর মা মেনকা গান্ধীও জয়ী হতেন ওই কেন্দ্র থেকে। বরুনের সঙ্গে প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধীর যে সুসম্পর্ক রয়েছে সেটা ইতিমধ্যে বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্ব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন।

তাই সাম্প্রতিককালে বরুণ গান্ধী নানা বিষয়ে বিজেপির প্রধান নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতেন আর এই সমালোচনা করার জন্যই হয়তো এবারের লোকসভা নির্বাচনে বিজেপি থেকে তাকে প্রার্থী করা হয়নি। তাকে যে প্রার্থী করা হবে না এই খবরটা অনেক আগে থেকে কংগ্রেস নেতৃত্বের কাছে ছিল। বিশেষ করে রাহুল গান্ধীর কাছে তাই বারবার অনুরোধ করা সত্ত্বেও রাহুল গান্ধী আমেথি লোকসভা কেন্দ্র নিয়ে কোনরকম ঘোষণা এখনও পর্যন্ত করেননি। এমনকি রায়বেরেলি লোকসভা কেন্দ্রে কে প্রার্থী হবে সেটাও এখন স্পষ্ট হয়নি। যদিও ইতিমধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে বরুণ গান্ধী নাকি অখিলেশ যাদবের সমর্থন নিয়ে পিলভিট লোকসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায় ইতিমধ্যেই পিলভিট লোকসভা কেন্দ্রে সমাজবাদী পার্টি প্রার্থী ঘোষণা করে দিয়েছে।

Advertisement

এই অবস্থায় প্রার্থী প্রত্যাহার করা হলে অন্যরকম বার্তা যেতে পারে কর্মীদের কাছে। ইতিমধ্যেই সূত্রের খবর কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যদি বরুণ গান্ধী, রাজি থাকেন তাহলে আমেথি লোকসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে। তিনি যদি কংগ্রেসে যোগ দেন তাহলে কংগ্রেস থেকে আর তিনি যদি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে তাকে কংগ্রেস সমর্থন করবে বলে শোনা যাচ্ছে। আর বরুন গান্ধী যদি কংগ্রেসের সমর্থন নিয়ে আমেথি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে বড় সমস্যায় পড়ে যাবে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।

ইতিমধ্যেই সমগ্র উত্তর প্রদেশ জুড়ে বরুণ গান্ধীকে বাদ দেওয়ার কারণে কর্মীদের মধ্যে একটা আলাদা চাঞ্চল্য দেখা দিয়েছে। অবশ্য বরণ গান্ধী ইচ্ছা করলে পিলভিট লোকসভা কেন্দ্র থেকে তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাতেও তিনি বিপুল ভোটের ব্যবধানেই জিতবেন বলে রাজনৈতিক মহলের অভিমত। আবার এই অবস্থায় যদি বরুন গান্ধী কংগ্রেসে ফিরে আসেন তাহলে বিজেপিকে যে চরম অস্বস্তিতে পড়তে হতে পারে তা নিয়ে কোন সন্দেহ নেই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ