কলকাতা 

বিজেপি ভয় পেয়েছে : সেলিম ইঞ্জিনিয়ার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : প্রচারের ঢককা নিনাদ যেভাবে বাজছে তা ভারতের আসল সত্য নয়। দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং অভ্যন্তরীণ সামাজিক ও আর্থিক প্রেক্ষাপট অন্য কথা বলছে। চাপে রয়েছে বিজেপি। চাপে রয়েছে শাহেনশা। আব কি বার চারশো পার এই স্লোগান কে সামনে রেখে দেশজুড়ে যে প্রচার চালানো হচ্ছে তা সঠিক নয় তা সাম্প্রতিক মোদি সরকারের কাজকর্ম প্রমাণ করছে। এতটাই ভয় পেয়ে গেছে বিরোধীদের প্রতি নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। ইডি সিবিআই-এর ভয় দেখানো হচ্ছে, নেতাদের জেলে পোরা হচ্ছে। আজ রবিবার মধ্য কলকাতায় জামাতে ইসলামী হিন্দের আয়োজনে ইফতার মজলিসে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন সর্বভারতীয় জামাতের নায়েবে আমীর সেলিম ইঞ্জিনিয়ার।

দেশের বিশিষ্ট সংখ্যালঘু বুদ্ধিজীবী সেলিম ইঞ্জিনিয়ার আরো বলেন, আর কয়েক সপ্তাহের মধ্যে আমাদের দেশে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে বিজেপি জিতবে না ইন্ডিয়া জোট জিতবে, সেটা বড় কথা নয় বড় কথা হলো এই নির্বাচন আগামী দিনে এই দেশ কোন পথে যাবে তা ঠিক করে দেবে। সুতরাং আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। গণমাধ্যমে যে প্রচার চলছে সেটা বাস্তব নয় বাস্তব হল বিজেপি ভয় পেয়ে গেছে। দেশের সাধারণ মানুষ কেন্দ্রের শাসকদলের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু গণমাধ্যমে এমনভাবে উপস্থাপনা করা হচ্ছে মনে হচ্ছে যেন বিপুল গরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আসতে চলেছে।

Advertisement

সেলিম সাহেব আরো বলেন, আমরা সকলেই দেখতে পাচ্ছি বিরোধী কণ্ঠস্বরকে চেপে দেওয়ার চেষ্টা চলছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী নেতাদেরকে জেলে পোরা হচ্ছে। এটা ভয়ের লক্ষণ অর্থাৎ শাসক দল ভয় পেয়ে গেছে। এই কথাটা সাধারণ মানুষের মধ্যে আমাদের সকলকে পৌঁছে দিতে হবে। কারণ এই নির্বাচনের পর ঠিক হবে এদেশের গণতন্ত্র থাকবে কি থাকবে না? একইসঙ্গে তিনি এও বলেন, আমাদেরকেও অবস্থান স্পষ্ট করতে হবে।

ধর্মনিরপেক্ষ দল গুলোর কাজকর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, আমাদের মধ্যেও রয়েছে সেই প্রশ্ন। কিন্তু সামনে যে বিপদ আছে। সেই বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে সঠিক পথ অবলম্বন করতে হবে। আমাদেরকে দেখতে হবে কে সঠিকভাবে দেশের সংবিধান দেশের সাধারন মানুষের কথা চিন্তা করছে। সংবিধানকে বাস্তবায়নের কথা বলছে তাদেরকে বেছে নিতে হবে। সকলকে শত্রু ভাবলে আমাদের চলবে না। আগামী নির্বাচনে অবস্থান কি রকম হবে এর ব্যাখ্যা দিতে গিয়ে সেলিম ইঞ্জিনিয়ার বলেন, মানুষের জন্য যারা কাজ করবেন যে প্রার্থী তাকে আমরা সমর্থন করবো। হতে পারে আমাদের ঘনিষ্ঠ কেউ হয়তো প্রার্থী হয়েছেন। কিন্তু আমাদের মনে হচ্ছে সে সাধারণ মানুষের জন্য কাজ করবে না তাকে সমর্থন করার প্রয়োজন নেই। যারা সঠিক অর্থে কাজ করবে সাধারন মানুষকে ইনসাফ পৌঁছে দেবে তাদেরকে আমরা সমর্থন দেব।

সি এ এ আইন নিয়ে বলতে গিয়ে সেলিম ইঞ্জিনিয়ার বলেন, এই আইনে কার নাগরিকত্ব যাবে আর কার নাগরিকত্ব থাকবে সেটা বড় কথা নয়। বড় কথা হলো সিএএ এদেশের বুনিয়াদী ভিত্তিকে আঘাত করেছে তাই এর বিরোধিতা আমাদের করতে হবে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই আইনে খুব সূক্ষ্ম কায়দায় শাসক বলতে চাইছে এ দেশ হিন্দুদের দেশ এখানে হিন্দুছাড়া অন্য নাগরিকরা সকলেই দয়ায় থাকবে। তাই এর বিরোধিতা করা প্রয়োজন আছে। এখন নির্বাচনের সময় আমাদের জনমত গঠন করা প্রয়োজন। আগামী দিনে আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনও চালানো হবে বলে সেলিম ইঞ্জিনিয়ার ইঙ্গিত দেন।

এদিনের ইফতার মজলিসে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ জামাতে ইসলামী হিন্দের সভাপতি ডা. মশিউর রহমান, আব্দুল আজিজ, আবু তালেব রহমানি, মোঃ কামরুজ্জামান প্রমুখ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ