কলকাতা 

২০১৯-এর লোকসভা নির্বাচনে আত্মসম্মান বিসর্জন দিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করবে না প্রদেশ কংগ্রেস

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০১৯-এর লোকসভা নির্বাচনে আত্মসম্মান বিসর্জন দিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করবে না  প্রদেশ কংগ্রেস । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন ,  দলের শীর্ষ নেতৃত্ব কখনোই জোট করে ভোটে অংশ নেবার উপর জোর দেয় নি। বরং তারা রাজ্যে সাংগঠনিক শক্তি বাড়ানোতেই জোর দিয়েছে। সোমেন মিত্র তাঁর ঘনিষ্ঠ মহলে বরাবরই বলে আসছেন , তৃণমূলের সঙ্গে জোট হলে হয়তো সাময়িকভাবে সাফল্য আসতে পারে কিন্ত কংগ্রেস দলের আখেরে কোনো লাভ হবে না। বিজেপি বিরোধী জোট হিসাবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বামেরা । কারণ বামেরা কখনই বিজেপির সঙ্গে গোপন সমঝোতা করবে না । এটা তাদের নীতি আদর্শের বিরোধী তাই মিত্র হিসাবে বামেদের সঙ্গে জোটের পক্ষে সোমেন মিত্র থাকলেও কিন্ত দিল্লি নেতৃত্বকে তিনি একা লড়াই করার পক্ষেই প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে । তবে তৃণমূলের সঙ্গে যে কংগ্রেসের জোট হবে না তা স্পষ্ট হয়ে গেছে । এমনকি বিজেপি শাসিত তিন রাজ্যে কংগ্রেসের বিশাল জয়ের পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে এখনও পর্যন্ত শুভেচ্ছা কিংবা অভিনন্দন জানাননি । এ থেকে স্পষ্ট কংগ্রেস সভাপতির উত্থানকে তৃণমূল সুপ্রিমো মেনে নিতে পারছেন না ।

বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ জোটকে ক্ষমতাচ্যুত করতে  অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ডাকা সভায় কংগ্রেস নয়া দিল্লিতে  অন্য ২১টি বিরোধী দলের সঙ্গে আলোচনা করেছে, তৃণমূল কংগ্রেসও সেই বৈঠকে সামিল হয়। তবে রাজ্যে বিয়াল্লিশটি আসনের সবগুলোতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবার পক্ষপাতি।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিন্ন প্রার্থী দেওয়ার কথা বললেও তার রাজ্যে কংগ্রেস কিংবা বিজেপি বিরোধী কোনো দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করার বিরোধী । তৃণমূল কংগ্রেস ৪২ টি আসনেই প্রার্থী দিতে চাইছে । ফলে এই রাজ্যে কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই । তবে বামেদের সঙ্গে জোট হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছেন ।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × two =