কলকাতা 

Md Salim: মুর্শিদাবাদে সিপিএমের বাজি মোহাম্মদ সেলিম

শেয়ার করুন

সেখ ইবাদুল ইসলাম : বাংলার জনরব অনেক আগেই বলেছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সমর্থন নিয়ে সিপিএমের প্রার্থী হতে চলেছেন মুহা সেলিম।  আজ শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের আরো চারটি লোকসভা আসনে সিপিএম প্রার্থী ঘোষণা করে। এদিন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আনুষ্ঠানিকভাবে চারজনের নাম ঘোষণা করেন।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংসদ অলকেশ দাস, বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে প্রার্থী হয়েছেন সিপিএমের সুকৃতি ঘোষাল, বোলপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছেন শ্যামলী প্রধান। আজ মোট চারজনের নাম ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে তিন দফায় ২১ জন প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট তথা সিপিএম।

Advertisement

তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো মোহাম্মদ সেলিমের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়া। রাজ্য সম্পাদক হওয়ার দরুন এবার তিনি প্রার্থী হবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল কিন্তু একথা অস্বীকার করার কোন উপায় নেই বাংলার রাজনৈতিক মহলে যে কয়েকজন ব্যক্তি সাংসদ হিসাবে লোকসভা ও রাজ্যসভায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন তাদের মধ্যে অবশ্যই মোহাম্মদ সেলিম আছেন।

তাই আজকের পরিস্থিতিতে মোঃ সেলিমের লোকসভায় উপস্থিতি খুবই প্রয়োজন বলে দেশের রাজনৈতিক মহল মনে করছে। এ অবস্থায় বাম কংগ্রেসের কাছে বেশ খানিকটা সেভ সিট হিসাবে পরিচিত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সেলিমকে প্রার্থী করে রাজ্যবাসীকে বার্তা দেয়া হলো। আমরা আগেই বলেছি, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মোঃ সেলিম প্রার্থী হলে সিপিএমের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। কারণ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল পঞ্চায়েত স্তরে ব্যাপক দুর্নীতি, স্বজন পোষণ ইত্যাদির কারণে শাসক দল অনেকটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই অবস্থায় মোহাম্মদ সেলিমের মত হেভি ওয়েট প্রার্থী দিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটিকে অনেকটাই নিজেদের করায়ত্ত করতে চলেছে সিপিএম।

গত লোকসভা নির্বাচনের সময় সিপিএম কংগ্রেসের জোট না হওয়ার কারণেই এই লোকসভা কেন্দ্রটি এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি হাতছাড়া হয়ে যায়। একই সঙ্গে মালদা উত্তর লোকসভা আসনটিও হাতছাড়া হয়েছিল। এবার রাজনৈতিক পর্যবেক্ষকদের মত যে বাম কংগ্রেস একজোট হয়ে যেহেতু লড়াই করছে তাই অন্তত মুর্শিদাবাদ বহরমপুর মালদা দক্ষিণ মালদা উত্তর এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি বাম কংগ্রেসের দখলে যেতে পারে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ