আইপিএস দেবাশীষ ধরের ইস্তফা: যোগ দিচ্ছেন বিজেপিতে!
বাংলার জনরব ডেস্ক : উত্তরবঙ্গের প্রাক্তন আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পর আরেক আইপিএস অফিসার চাকরি থেকে পদত্যাগ করলেন। তাঁর নাম দেবাশীষ ধর। তিনি একজন বিতর্কিত পুলিশকর্তা হিসাবে রাজ্যে পরিচিত। ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় তিনি কোচবিহারের এসপি ছিলেন। এই বিতর্কিত আইপিএস অফিসারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা রয়েছে।
পদত্যাগের আগে পর্যন্ত তিনি কম্পালসারি ওয়েটিং এ ছিলেন। হঠাৎ তাঁর পদত্যাগে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে এই জল্পনা শুধু নয় এটা বাস্তব হতে চলেছে বলে জানা গেছে। গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন। যদিও রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকের কাছে পাঠানো চিঠিতে তার পদত্যাগের কারণ হিসাবে ব্যক্তিগত এবং সামাজিক কারণ উল্লেখ করেছেন।
শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা ভোটে দেবাশিস লড়তে পারেন। তাঁকে টিকিট দিতে পারে বিজেপি। বিজেপি সূত্রে খবর, আইপিএস দেবাশিসের জন্য বীরভূম কেন্দ্রটির কথা ভেবে রেখেছে দল। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। তাঁর বিরুদ্ধে বীরভূমে দেবাশিসকে দাঁড় করানো হতে পারে। সে ক্ষেত্রে প্রাক্তন অভিনেত্রী এবং প্রাক্তন আইপিএসের লড়াই দেখবে বাংলা।