বাম কংগ্রেস ও আইএসএফ জোটের পরম্পরা বজায় রেখেই প্রকাশিত হলো কংগ্রেস ও আইএসএফের প্রার্থী তালিকা
সেখ ইবাদুল ইসলাম : রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এবারের প্রার্থী তালিকায় চমক দুজন কংগ্রেস প্রার্থী মালদা উত্তর থেকে প্রার্থী হয়েছেন মোস্তাক আলম। যথেষ্ট জনপ্রিয় এলাকায় দীর্ঘদিনের কংগ্রেস নেতা। বেশ কয়েক বছর ধরে বিধায়ক ছিলেন, বেশ কয়েকবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন। এক কথায় বলা যেতে পারে মালদা জেলার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে এগিয়ে রয়েছেন অবশ্যই মোস্তাক আলম মোস্তাক। আলমকে প্রার্থী করে কংগ্রেস আসলে তার কর্মীদেরকেই সম্মানিত করেছে। কংগ্রেস এবার প্রমাণ করেছে যে উপর থেকে উড়িয়ে এনে প্রার্থী করাচ্ছে মাটির সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদেরকে প্রার্থী করা অনেক ভালো। বিশ্ববিদ্যালয়ে কে গবেষণা করছেন কে সাংবাদিক কে বিশেষজ্ঞ এসব না খুঁজে যারা প্রকৃত অর্থে সাধারণ মানুষের স্বার্থে কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে মর্যাদা দেওয়া প্রয়োজন। সবকিছু ঠিকঠাক থাকলে মোস্তাক আলমের মালদহ উত্তরে জেতার সম্ভাবনা উজ্জ্বল।
মালদাহ দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়নি বিদায় সাংসদ আবু হাসেম খান চৌধুরীকে। প্রার্থী করা হয়েছে আবু হাশেম খানের সন্তান ইশা খান চৌধুরীকে। তরুণ এই ইসা খান সম্ভাবনাময় নেতা মালদা দক্ষিণের মতো নিশ্চিত আসন থেকে তিনি প্রার্থী হয়েছেন মনে করা হচ্ছে গণি পরিবারের সন্তান হিসাবে তিনিও ওই কেন্দ্রটি দখল রাখতে পারবেন। যদিও গত বিধানসভা নির্বাচনে সুজাপুর কেন্দ্র থেকে তিনি ওয়াকফ বোর্ডের বর্তমান চেয়ারম্যান আব্দুল গনির কাছে লক্ষাধিক ভোটে হেরে গিয়েছিলেন। এবারের সবচেয়ে উজ্জ্বল প্রার্থী হয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। তরুণ ইমরান এর আগেও দুবার বিধায়ক ছিলেন। উত্তর দিনাজপুর জুড়ে জনপ্রিয় নেতা আগে ফরওয়ার্ড ব্লক করতেন বর্তমানে তিনি কংগ্রেসের যোগ দিয়েছেন। কংগ্রেসের যোগ দেয়ার পরই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হলেন এবং মনে করা হচ্ছে যেহেতু বাম কংগ্রেস জোটের প্রার্থী তিনি স্বাভাবিক নিয়মে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি পুনরায় কংগ্রেসের দখলে যেতে পারে।
এছাড়াও বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রত্যাশা মত অধীর রঞ্জন চৌধুরী, পুরুলিয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো, বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাসান বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোর্তজা হোসেন, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
বাম কংগ্রেস জোট থাকার কারণে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি সিপিএম দলকে ছেড়ে দিয়েছে কংগ্রেস। মূলত বাম কংগ্রেস ভোট ভাগ না হলে যদি একজোট হয়ে পড়ে তাহলে উত্তরবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্র যেমন রায়গঞ্জ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ জেতার সম্ভাবনা কংগ্রেসের রয়েছে অন্যদিকে বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটিও বাম কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে অধীর প্রত্যাশার পর প্রার্থী তালিকা ঘোষণা করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজ বৃহস্পতিবার দলের ফুরফুরা শরীফের কেন্দ্রীয় অফিস থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় প্রথম দফার। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে এটি প্রথম দফার তালিকা এরপরও জোটের আলোচনার সাপেক্ষে আরো প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এদের মধ্যে ৬ জন এর নাম ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার।
মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোঃ সোহেল, জয়নগর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মেঘনাদ হালদার, বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন, হাবিব শেখ, বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শহিদুল ইসলাম মোল্লা, মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন অধ্যাপক অজয় কুমার দাস, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন অধ্যাপক বাপি সোরেন, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন শাহারিয়ার আলী মল্লিক।
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর প্রার্থী তালিকা দেখে মনে হচ্ছে দু একটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে জোটের সঙ্গে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই সিপিএম প্রার্থী ঘোষণা করেছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামেদের পক্ষে দিপ্সিতা ধর, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএমের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার কথা শোনা যাচ্ছে রাজ্য সম্পাদক মোঃ সেলিমের। এলাকার বাস্তব চিত্র বলছে মোঃ সেলিম যদি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হন তাহলে এই আসনটি বামেদের জেতার সম্ভাবনা রয়েছে।