পশ্চিমবঙ্গ মাদ্রাসা কম্পিউটার শিক্ষক সংগঠনের মানবিক আবেদনে সাড়া দিলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি
মতিয়ার রহমান : পশ্চিমবঙ্গ সরকার পোষিত ১৭৯ টি হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসায় গত ২০১৮ সালের ১০ই আগস্ট আই সি টি ডট মাদ্রাসা প্রজেক্ট এর অধীনে আইসিটি কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা নিযুক্ত করা হয় ।এরপর গত ২০২০ সালে পশ্চিমবঙ্গ সরকারের পি এন্ড এ আর@দপ্তর এবং ২০২১ সালে স্কুল শিক্ষা দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি দ্বারা স্কুলগুলিতে আইসিটি ডট স্কুল প্রজেক্ট এর অধীনে নিয়োজিত কম্পিউটার শিক্ষক-শিক্ষিকাদের চুক্তিভিত্তিক পদে স্থায়ীকরণ করা হয়।কিন্তু একই প্রজেক্টের অধীনস্ত মাদ্রাসায় নিয়োজিত আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষিকাদের আজও স্থায়ীকরণ করা হয়নি কিছু কারণবশত।উপরন্ত গত সাত মাস যাবত মাদ্রাসার কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা বেতন পায়নি। তবুও তারা প্রতিদিন মাদ্রাসায় যাচ্ছে ও নির্দিষ্ট ক্লাস নেওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নমুখী সকল প্রজেক্ট এর কাজ করে চলেছে।পশ্চিমবঙ্গ মাদ্রাসা কম্পিউটার শিক্ষক সংগঠন এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করে তাদের অভাব অভিযোগ জানিয়েছে।
বর্তমানে এই শোচনীয় অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এক মানবিক আবেদন নিয়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা কম্পিউটার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট আবু তাহের কামরুদ্দিন মহাশয়ের সাথে দেখা করে যাবতীয় সমস্যার কথা তুলে ধরেন। তবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর আবু তাহের কামরুদ্দীন মহাশয় তাদের সমস্ত কথা শোনার পর তাদের আশ্বস্ত করেছেন এই বলে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের বকেয়া বেতন পেয়ে যায় সেই প্রচেষ্টা চলছে। সভাপতির কাছ থেকে বকেয়া বেতন পাওয়ার আশার বাণী শোনার পর পশ্চিমবঙ্গ মাদ্রাসা কম্পিউটার শিক্ষক সংগঠনের আগত প্রতিনিধিরা খুশি হয়েছেন।