অন্যান্য কলকাতা 

নির্বাচন, দলবদল ও গণতন্ত্রের ভবিষ্যৎ…… : অর্পণ বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নির্বাচন, দলবদল ও গণতন্ত্রের ভবিষ্যৎ……

অর্পণ বন্দ্যোপাধ্যায় : মহাসমারহে ঘোষিত হলো ভারতবর্ষের প্রধান নির্বাচন লোকসভার দিনক্ষণ, প্রায় ৪৭ দিন ধরে উদযাপিত হবে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী পদ ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সেই প্রার্থী তালিকায় মিটেছে কারুর প্রত্যাশা আবার কেউ ডুবে গেছে হতাশার অতলে, দীর্ঘ কিছু বছর ধরে ভারতবর্ষ তো বটেই বাংলার রাজনীতিতেও প্রকট হয়ে উঠেছে নির্বাচনের আগে দল বদলের খেলা। কোন ব্যক্তি দলবদলের পিছনে দেখাচ্ছেন দীর্ঘদিনের জমা অভিমান, দলের প্রতি অসন্তোষ, নেতৃত্বের প্রতি অনাস্থা আবার কেউ আকাঙ্ক্ষিত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করতে পেরে পরিবর্তন করছেন দল, প্রশ্নচিহ্ন এখানেই যে এই ‘আয়ারাম গয়ারামের ‘ ভিড়ে কতটা নিরাপদ আমাদের সংসদীয় গণতন্ত্র, দেশের মানুষের ভবিষ্যৎ, যুবক যুবতীর স্বপ্ন এবং আগামী ভারতবর্ষের ভবিষ্যৎ। পশ্চিমবাংলার দিকে তাকালে দেখা যাচ্ছে যে এই রীতি যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এর সাথে বৃদ্ধি পাচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ড কে ব্যবহার করে ভোট বৈতরণী পার করার তাগিদ।

এই যে তথাকথিত অভিনেতা অভিনেত্রীরা কতটা মানুষের সাথে সংযুক্ত তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়। পূর্বে বাম সরকার এই নীতির প্রচলন করে খুব একটা যে সফলতা লাভ করেছে এমনটা বলা যায় না তবুও তারাও এই প্রচেষ্টা করেছিল। অনিল চ্যাটার্জী থেকে বিপ্লব চক্রবর্তী প্রভৃতি খ্যাতনামা অভিনেতাদের নির্বাচনে তারা ব্যবহার করেছিল।

Advertisement

বর্তমানে তৃণমূল সরকার এই নীতিকে ব্যাপকভাবে ব্যবহার করছে এবং তার কারণেই দেখা দিচ্ছে অসন্তোষের পাহাড় তাই সেই তালিকায় নাম উঠে আসছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রভৃতির নাম। দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে মাটি কামড়ে পড়ে থেকেও যাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না তারাই ধারণ করছে গণতন্ত্রে বিভীষণের ভূমিকা, এখন প্রশ্নচিহ্ন এখানেই দল, নেতৃত্ব এবং কর্মীদের আবেগ ভরসা ও মানুষের কথা কে চিন্তা করেই নির্বাচনে কি তালিকা ঘোষণা করা উচিত, শুধুমাত্র ভোট বৈতরণী পার করা আসন বৃদ্ধি গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য নয়। ‘গ্লামার’ নয় কাজ এবং জন সাধারণের সঙ্গে সংযুক্ত মানুষকেই প্রাধান্য দেওয়া উচিত তাতেই রক্ষিত হবে গণতন্ত্রের ভবিষ্যৎ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ