লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি জাতীয় নির্বাচন কমিশনের, পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে সাত দফাতে নির্বাচন ! এক নজরে নির্বাচনী নির্ঘণ্ট
বিশেষ প্রতিনিধি : পূর্ব ঘোষণা মত শনিবার বিকেল তিনটে নাগাদ জাতীয় নির্বাচন কমিশন ১৮তম লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা শুরু করে। এবারের লোকসভা নির্বাচন ৭ দফাতে অনুষ্ঠিত হবে। প্রথম দফা শুরু হবে উনিশে এপ্রিল। আর ভোট শেষ হবে পয়লা জুন ভোট গণনা হবে চৌঠা জুন। সমগ্র দেশজুড়ে প্রায় ৪৭ দিন ধরে নির্বাচন প্রক্রিয়া চলবে। আজ থেকে নির্বাচন আচরণবিধি জারি করা হয়েছে। দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলাতেও সাত দফাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই রাজ্যেও ৪৭ দিন ধরে নির্বাচন প্রক্রিয়া জারি থাকবে। ১৯ এপ্রিল পশ্চিমবাংলার প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে এবং শেষ হবে পয়লা জুন।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন এবার ভোট প্রচার ে ব্যক্তি আক্রমণ কেউ করতে পারবে না এমনকি কোনরকম ভুয়ো খবর প্রচার করতে পারবে না।
দেখে নেওয়া যাক কোন দফায় কোথায় কোথায় নির্বাচন ?
প্রথম দফায় (১৯ এপ্রিল)-পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, তামিলনাড়ু, পুদুচেরি, লক্ষদ্বীপ, আন্দামান নিকোবার, বিহার, সিকিম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অসম, অরুণাচলপ্রদেশ।পশ্চিমবঙ্গের কোথায় কবে ভোট?
দ্বিতীয় দফা (২৬ এপ্রিল)- কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, অসম, মণিপুর, ত্রিপুরা।
তৃতীয় দফা (৭ মে)- জম্মু ও কাশ্মীর, গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম, ছত্তীসগঢ়, গোয়া, দাদরা-নগর হাভেলি ও দমন-দিউ।
চতুর্থ দফা (১৩ মে)-মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড।
পঞ্চম দফা (২০ মে)- লাদাখ, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র।
ষষ্ঠ দফা (২৫ মে)-দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা।
সপ্তম দফা (১ জুন)-হিমাচল প্রদেশ, পঞ্জাব, চন্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা।
পশ্চিমবঙ্গে কোন আসনে কবে ভোট ?
প্রথম দফা (১৯ এপ্রিল)-কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
দ্বিতীয় দফা (২৬ এপ্রিল)-রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং
তৃতীয় দফা (৭ মে)- মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর
চতুর্থ দফা (১৩ মে)- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল।
পঞ্চম দফা (২০ মে)- শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ।
ষষ্ঠ দফা (২৫ মে)- পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর
সপ্তম দফা (১ জুন)- উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম।