কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উত্তর কলকাতা বাংলা ভাষাচর্চা কেন্দ্রের ভাষা দিবস স্মরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব সংবাদাতা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক ভাবগম্ভীর অনুষ্ঠান হয়ে গেল রবীন্দ্র সদন প্রাঙ্গণে জীবনানন্দ সভাঘরে। গত ১৩ মার্চ ২০২৪ উত্তর কলকাতা বাংলা ভাষাচর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠান আলোচনায়, গানে, কবিতায়,গল্পে মুখর হয়ে ওঠে। বিশিষ্ট সংগীত শিল্পী শুভ্রা মুখোপাধ্যায়ের পরিচালনায় কলকাতার সুপরিচিত সংগীত সংস্থা ‘গধূলির আলো’ শিল্পীবৃন্দের পরিবেশিতে সূচনা সংগীতের পর শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা। এতে অংশ গ্রহণ করেন ড. শিশুতোষ সামন্ত, অধ্যক্ষ কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ, বিশিষ্ট লেখক ও এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সহ সভাপতি তাপস চট্টোপাধ্যায়, দৈনিক সবার খবর পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য, ড. মনোরমা পোল্যে ও বিশিষ্ট সাহিত্যিক তথা বঙ্গ সাহিত্য সন্মিলনের সম্পাদক গোপাল চক্রবর্তী। অন্যান্য বক্তারা মাতৃভাষা বিষয়ক নানাদিকে আলোকপাত করলেও গোপাল চক্রবর্তী ‘গল্প কবিতাকে কিভাবে আলাদা করা যায়’ সেই বিষয়ে এক ব্যতিক্রমী আলোচনা করেন।

একটানা আলোচনার পরিবর্তে আলোচনার ফাঁকে ফাঁকে পরিবেশিত সামঞ্জস্যপূর্ণ একগুচ্ছ গান কবিতা অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলে। এদিন সংগীত পরিবেশন করেন প্রশান্ত দাস, মায়া দাস এবং ড. মনীষা চক্রবর্তী। কবিতা পাঠে অংশ নেন কবি গৌতম বালা, সুভাষ চন্দ্র ঘোষ, গৌতম কুমার মন্ডল, শ্রীমতী কৃষ্ণা গুহ, রূপা দাস, আর্তি দে, সুতপা মুখার্জী, শ্বেতকেতু পোল্যে, অপর্না হালদার, নীলাঞ্জন চক্রবর্তী, সবিতা সাহা, কামাক্ষা রঞ্জন দাস, রূপালী বিশ্বাস, প্রমুখ।

Advertisement

চর্চা কেন্দ্রের যুগ্ম সম্পাদক সাহিত্যিক সেখ আব্দুল মান্নানের সুপরিচালনায় অন্যতম যুগ্ম সম্পাদক ‘চোখ’ পত্রিকার সম্পাদক মানিক দে তাঁর প্রারম্ভিক কথনে চর্চা কেন্দ্রের উদ্দেশ্য ব্যখ্যা সহ স্বাগতভাষণ প্রদান করেন।

এদিন সংস্থার বার্ষিক মুখপত্র ‘সাহিত্য সমন্বয়’ এর মোড়ক উন্মোচন করেন মঞ্চাসীন অতিথি, কয়েকজন কবি সাহিত্যিক ও যুগ্ম সম্পাদকদ্বয় মিলে।

চর্চাকেন্দ্রের প্রাণপুরুষ তথা সভাপতি জয়ন্ত রসিক অনিবার্য কারণে এদিন অনুষ্ঠানে উপস্থিত না থাকতে না পারলেও বিদেশ ভ্রমণে তিনি কুয়েত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এদিন অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল সংস্থার তরফে ‘ভাষা স্মারক -২০২৪’ সম্মানে ভূষিত করা। অন্যান্য বছরের মতো এবছর এই সম্মান লাভ করেন বিশিষ্ট সমাজসেবক ব্রিজেশ সিং এবং বিশিষ্ট কবি রফিকুল হাসান।

_____________________________________


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ