অর্জুন সিং বিজেপিতে যাচ্ছেন! ব্যারাকপুরের প্রার্থী
বাংলার জনরব ডেস্ক : প্রত্যাশা মত শেষ পর্যন্ত বিজেপিতেই ফিরে যাচ্ছেন অর্জুন সিং। জল্পনা ছিল সেই জল্পনা কে সত্যি করে অর্জুন সিং নিজেই জানিয়ে দিলেন তিনি বিজেপিতে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার তিনি সাংবাদিক বৈঠক করে দাবি করেন, “আজ না হয় কাল বিজেপিতে যাবই।” পদ্মশিবির সূত্রে খবর, তাঁকে আর আগের মতো করে হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে ফেরাতে নারাজ বিজেপির অনেকেই। সে কারণেই বুধবার চুপিসারে নাকি বিজেপিতে ফিরে গিয়েছেন অর্জুন। তবে বারাকপুরের নেতা এ বিষয়ে প্রকাশ্যে কিছুই জানাননি। এদিনের সাংবাদিক বৈঠকে কার্যত বোমা ফাটান বারাকপুরের নেতা। তিনি বলেন, “বারাকপুরের হাজার হাজার লোক বিজেপিতে যোগ দেবেন। লাইনে বড় এক নেতাও রয়েছেন।” সেই ‘বড় নেতা’ কে? ঠিক লোকসভা নির্বাচনের মুখে কে ফুলবদল করতে চলেছেন, তা এখনও স্পষ্ট নয়।
বুধবার জলপাইগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে অর্জুনকে ‘বিজেপি সাংসদ’ বলেই দাবি করেছেন খোদ মমতা। সে কথা শুনে নাকি ‘আঘাত’ পেয়েছেন অর্জুন। তাঁর দাবি, “আমি ব্রিগেডের মঞ্চে ছিলাম। তা সত্ত্বেও আমাকে শুনতে হল আমি বিজেপির সাংসদ। তা হলেই বুঝুন দলটার কী অবস্থা!” একাধিকবার ‘দলবদলু’ অর্জুনের আরও দাবি, “তৃণমূলে ফেরা তাঁর ভুল ছিল। আর তৃণমূল করব না। আমৃত্যু বিজেপিই করব।”
উল্লেখ্য, উনিশের লোকসভা ভোটের আগের চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটল চব্বিশের ভোটের আগে। উনিশের লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে শিবির বদল করেছিলেন ভাটপাড়ার ‘বাহুবলী’ অর্জুন। বিজেপির টিকিটে জিতেও আসেন। কিন্তু একুশের ভোটে তাঁর খাসতালুক নৈহাটি, বারাকপুর শিল্পাঞ্চলে কোনও ম্যাজিক দেখাতে পারেননি। উলটে বোমাবাজি, তোলাবাজি, গুন্ডামির মতো অভিযোগ আসছিল অর্জুনের বিরুদ্ধে। এর মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরেন অর্জুন সিং।