সংসদের শীতকালীন অধিবেশনে সবকটি রাজনৈতিক দলকে বিতর্কে অংশ নিতে আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সংসদের শীতকালীন অধিবেশনে সবকটি দলের অবশ্যই বিতর্কে অংশ নেওয়া উচিত। সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রী মোদী বলেন, সরকার সংসদের উভয় কক্ষেই সব বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি বলেন, এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারন, দেশবাসীর স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিল উত্থাপিত হবে। এবারের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এদিকে প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল সংসদের অধিবেশন দিনের মত মুলতুবি করে দেওয়া হয়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জী এবং প্রাক্তন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।