সেমি ফাইনালে পরিস্কার ২০১৯-র বিজেপির কাউন্টডাউন শুরু : মমতা
বাংলার জনরব ডেস্ক : আজ পাঁচ রাজ্যের বিধানসভার ফল প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করে বলেন, “অনেক কৃষক আত্মহত্যা করেছে। সিবিআই থেকে আরবিআই, প্রত্যেকটি প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ চলছে। ফাইনানশিয়াল এমারজেন্সি, কনস্টিটিউশনাল এমারজেন্সি চলছে। দেশে ভীতির পরিবেশ। সংবিধানকে সূর্যাস্ত করার চেষ্টা করা হয়েছে। মানুষ এগুলিকে ভালো চোখে দেখেনি। মানুষ তাদের বিপক্ষে চলে গেছে। যা হয়েছে তা বিজেপি-র ঔদ্ধত্যের ফল। কাল মুম্বাইতে নির্বাচন হলে পরাস্ত হবে। এটা ইতিমধ্যেই চলে যাওয়া সরকার।”
তিনি আরও বলেন,”২০১৯-র লোকসভা নির্বাচনের ফাইনালের আগে এটাই সেমিফাইনাল ম্যাচ। চূড়ান্ত নির্বাচনের আগে খেলার ফল পরিষ্কার। এখন আমরা শুধু ভোটের জন্য অপেক্ষা করছি। ২০১৯-র কাউন্টডাউন শুরু। সেই সঙ্গে বিজেপি পতনের শুরু।”
গতকাল দিল্লিতে বৈঠকে বসেছিল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। পার্লামেন্টের অ্যানেক্স ভবনে হয় এই বৈঠক। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনতে এই বৈঠক ডেকেছিলেন তেলুগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নাইডু। তাঁর আহ্বানে সাড়া দিয়েই দিল্লি গেছেন তৃণমূল নেত্রী।