কলকাতা 

মুকুল রায়, জয়প্রকাশ মজুমদারদের সঙ্গে আলোচনায় বসতে নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রথযাত্রা নিয়ে আলোচনা করতে বিজেপি-র প্রতিনিধিদল নিয়ে রাজ্যের আপত্তিকে আমল দিল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিজেপির ঠিক করে দেওয়া মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার-সহ তিনজনের প্রতিনিধি দলের সঙ্গেই আলোচনা করতে হবে বলে জানিয়েছে আদালত।

গত ৭ ডিসেম্বর হাইকোর্টের শুনানীতে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ বুধবারের মধ্যে সরকারকে বিজেপির সঙ্গে বৈঠকে বসতে নির্দেশ দিয়েছিল। এরপর বিজেপির তরফে দেওয়া হয়েছিল সরকারের সঙ্গে বৈঠকের জন্য। রাজ্যের তরফে আপত্তি জানানো হয়। কেননা মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের সঙ্গে ডিজি ও মুখ্যসচিব কীভাবে বসবেন, সেই প্রশ্নও তোলা হয় সরকারের তরফ থেকে। এই আপত্তি জানালে আদালত তাকে কোনও আমল দেয়নি। সূত্রের খবর অনুযায়ী, আদালত পাল্টা সরকারকে প্রশ্ন করে, ডিজি এবং আইজির বিরুদ্ধেও তো মামলা চলছে।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen + twelve =