জেলা 

চাতক ফাউন্ডেশনের উদ্যোগে নারী দিবস পালন বহরমপুরে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: চাতক ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের বহরমপুরের অ‌ভিজাত টেক্সটাইল কলেজের অডিটোরিয়াম‌ে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি প্রবাসী বাঙালি কবি মনীষা কর বাগচি । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তরুন প্রজ‌ন্মের কবি আয়েশা সিদ্দিকা কনক । অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক কবি সমাজসেবী কেয়া মুখার্জী রায় ।

এদিন শুরুতেই এই ধর‌নের অনুষ্ঠানের কেন আ‌য়োজন সে বিষ‌য়ে আ‌লোকপাত ক‌রেন চাতক ফাউন্ডেশনের সম্পাদক‌ শেখ ম‌ফেজুল । উপ‌স্থিত সকল‌কে স্বাগত জানিয়ে তি‌নি নারী দিব‌সের প্রাঙ্গ‌িকতার কথা উ‌ল্লেখ ক‌রেন ।

Advertisement

আন্তর্জা‌তিক নারী দিবসের কথা বল‌তে গি‌য়ে নি‌জের জীব‌নের নানা প্রসঙ্গ তু‌লে ধ‌রেন সমাজকর্মী উমা সেন । তার জীবনের কাহিনী দিয়ে সকলকে মুগ্ধ করে দেয় । জীবন যাত্রার নানা প্রসঙ্গের কথা ও আর্থ-সামাজিক উন্নয়নে মহিলাদের কোন পথে চলতে হবে, সেই বিষয়ে আলোকপাত করেন যথাযথভাবে যুথিকা ত্রিবেদী, নাদিরা খাতুন, সুপ্রিয়া ঘোষ, কেয়া মুখার্জি রায়, বাংলাদেশের তরুন ক‌বি আ‌য়েশা সি‌দ্দিকা কনক সহ উপস্থিত নারীবর্গ ।

আর্থ-সামাজিক উন্নয়নে মুর্শিদাবাদ জেলার প্রেক্ষিত নিয়ে সর্বোপরি বাংলাদেশ ও ভারতের প্রসঙ্গ নিয়ে মহিলারা কিভাবে নির্যা‌তিত হচ্ছে, নারী‌দের ভূমিকা কেমন, স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের গভীরতা কত গাঢ় হওয়া দরকার, সে সব বিষয়ও উ‌ঠে আ‌সে ।

আমাদের সমাজিক উন্নয়ন করতে হলে প্রশিক্ষণ এবং কর্মসংস্থান কিভা‌বে হওয়া দরকার, সে সব বিস্তারিতভাবে আলোচিত হয় । অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তু‌লেন বি‌শিষ্ট চিকিৎসক সিটি হাসপাতালের কর্ণধার আবুল কালাম আজাদ ।

উল্লেখ্য, চাতক ফাউন্ডেশন এই ধর‌নের অনুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি, সামাজিক উন্নয়ন কিভাবে করতে হবে তার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইতিহাসবেত্তা অনুষ্ঠা‌নের চেয়ারপারসন তথা চাতক ফাউন্ডেশন এর মুখ্য উপ‌দেষ্টা খা‌জিম আহ‌মেদ । অনুষ্ঠানটি‌কে সামগ্রিক ভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে আর্থ-সামাজিক উন্নয়নে নারীর ভূ‌মিকা বিষয়ক সংখ্যাও এ‌দিন প্রকাশিত হয় । প্রকাশিত হয় চাতক এর রমযান সংখ্যাও । রমযান ও আর্থ-সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা দুটি সংখ্যায় অনন্য ভূমিকা পালন করবে ব‌লে সক‌লেই উ‌ল্লেখ ক‌রেন ।

এই অনুষ্ঠানে সকল মানুষের উপস্থিতির পাশাপাশি এদিন সঙ্গীত প‌রি‌বেশন করেন সু‌প্রিয়া ঘোষ, নাদিরা খাতুন । কবিতা পাঠ করেন উত্তম বিশ্বাস, সরফরাজ আ‌লি সহ বেশ কয়েকজন । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছি‌লেন চাতক সম্পাদক শেখ মফেজুল ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ