নারী দিবস : ডাঃ ওয়ালিউল ইসলাম
শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস দেশ বিদেশ জুড়ে পালিত হচ্ছে। ‘বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’প্রেমিক কবি কাজী নজরুল ইসলামের এই উদাত্ত আহবান শুধু সত্য নয় সার্বজনীন। শাশ্বত। নারী দিবসের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের সমাজের নারীরা সমাজকে কি দেয় তা নিয়ে শব্দের ছন্দবদ্ধ তালে কবিতা লিখেছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডাঃ ওয়ালিউল ইসলাম। ব্যস্ততম চিকিৎসক হিসেবে রোগী দেখার পাশাপাশি সাহিত্যচর্চা করেন নিরবে। প্রচার বিমুখ এই মানুষটি কোনদিন কোন সময়ই কবিতা প্রকাশ করতে রাজি থাকেন না। বাংলার জনরব সিদ্ধান্ত নিয়েছে এই বিশিষ্ট চিকিৎসক যে কবিতায় লিখে পাঠাবেন। এবার থেকে অন্তত আমাদের পোর্টালে প্রকাশ করা হবে। বিনা অনুমতিতে প্রকাশ করার জন্য লেখক এর কাছ থেকে আগাম ক্ষমাপ্রার্থী আমরা। কিন্তু এত সুন্দর যার সাহিত্য চর্চা, অভিনব যার শব্দ চয়ন, তাঁর কবিতা যদি আমরা প্রকাশ করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হিসাবেই গণ্য হবে। তাই কবির কাছে ক্ষমা চেয়েও আমরা সেটা প্রকাশ করছি।
নারী দিবস
ডাঃ ওয়ালিউল ইসলাম
ঘর সংসার বিশ্বে অচল
নারীর পরশ বিনে
উদযাপন কি হয় কখনো
কেবল একটি দিনে !
হাজার শিকল বাধার মাঝেও
সদয় নিপুণ হাতে
জননী জায়া কন্যারূপে
তিনটি ভুবন মাতে।
মাতৃরূপে আদর স্নেহে
যত্নে পরিবারে
শান্তি সুখের বাতাবরণ
নারীর উপহারেই।
অন্নদামঙ্গলের আলোয়
তৃপ্তি মহাভোজে
মায়ের বুকেই অসুখ কালে
আসল ভরসা খোঁজে।
ভালোবাসার নিবিড় বাঁধন
সাজিয়ে নিয়ে নীড়ে
খুব সহজেই আপন করে
ভারের বোঝা শিরে।
মাতৃ গর্ভে সবাই নারী
জীবন শুরুর প্রাতে
অবলা নীরব এক্স ক্রোমোজোম
বেঁধেছে একসাথে।
পিতৃ ভুবন ভাসিয়ে মায়ায়
আরেক ভুবন পাড়ি
সব সময়ের সেরার মুকুট
সতত থাক জারি।।
@ডাঃ ওয়ালিউল ইসলাম
৮/৩/২৪