কলকাতা 

ঠান্ডা মাথায় স্ত্রীকে খুন করে পুলিশ ডাকলেন স্বামী!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : স্ত্রীকে গভীর রাতে খুন করে নিজেই পুলিশকে ফোন করে ডেকে পাঠালেন এবং সব কথা ভুলে পুলিশকে বললেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কলকাতা শহরের বেহালায়।পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাত ১টা নাগাদ। পুলিশের সন্দেহ দুই সন্তানের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছেন স্বামী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতা মহিলার নাম সমাপ্তি দাস। তাঁর বয়স ২৮ বছর। তাঁর স্বামীর নাম কার্তিক দাস। বয়স ৪১। দু’জনের একটি ১২ বছরের কন্যা এবং ৫ বছরের পুত্র রয়েছে। গত এক বছর ধরে বেহালার রাম মোহন রায় রোডের এই বাড়িতে ভাড়া রয়েছেন তাঁরা। তবে পুলিশ হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কার্তিক এবং সমাপ্তির দুই সন্তানকে দেখতে পায়নি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রাত ১টা নাগাদ ওই ঘটনার ঘটার অনেক পরে পুলিশকে খবর দেন তিনি। তার আগে দুই পুত্র এবং কন্যাকে ওই বাড়ি থেকে সরিয়ে দেন তিনি। পুলিশ সকালে খবর পেয়ে এসে দেখে মৃতদেহের পাশে বসে রয়েছেন কার্তিক। সেখানেই তিনি দোষ কবুলও করেন পুলিশের কাছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ