কলকাতা 

সিপিএম ‘নাস্তিক’, কংগ্রেসে পরিবারতন্ত্র চলছে, নরেন্দ্র মোদি ভালো লোক! বাম কংগ্রেসকে কটাক্ষ করে মোদির দরাজ প্রশংসা, প্রাক্তন বিচারপতি অভিজিতের মুখের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পূর্ব ঘোষণা মত মঙ্গলবার সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বিচারপতির পথ থেকে পদত্যাগ করেন। এরপর দুপুরে নিজের বাড়িতে বসে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। আগামী ৭ ই মার্চ তিনি বিজেপিতে যোগ দেবেন প্রধানমন্ত্রীর হাত ধরে।

কেন বিজেপি, কেন সিপিএম (CPM) বা কংগ্রেসে নয়? এই  প্রশ্নের জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) জানালেন, ‘নাস্তিক’ সিপিএমের সঙ্গে তাঁর আদর্শগত ফারাক আছে। কারণ, তিনি ঈশ্বরবাদী। আর কংগ্রেসের ‘পরিবারতন্ত্র’ আপত্তির বড় কারণ। আর সিপিএম সম্পর্কে তাঁর এই মন্তব্য বহু কমরেডের কাছেই অপ্রত্যাশিত, বলাই বাহুল্য।

Advertisement

পেশার জগতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘গুরু’ হিসেবে বিকাশরঞ্জন ভট্টাচার্যর (Bikash Ranjan Bhattacharya) নাম জানে ওয়াকিবহাল মহলের সকলে। রবিবার যখন অভিজিৎবাবু বিচারপতি হিসেবে অবসর নেওয়ার ঘোষণার পর বিকাশরঞ্জন ভট্টাচার্য ‘ সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ”আমি মনে করি না, উনি বিজেপিতে যোগ দেবেন। বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়াবেন বলে মনি করি না। এটা আমার ব্যক্তিগত ধারণা। যা জল্পনাকল্পনা চলছে, এর মধ্যে আমি নেই।”

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন বিচারপতির দাবি, ”সিপিএমে নয়। আমি তো ধর্মে, ঈশ্বরে বিশ্বাস করি। তাই সিপিএমে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।”কিন্তু বিজেপিতে যোগদানের ঘোষণার পর কংগ্রেসকেও ‘পরিবারতন্ত্র’ নিয়ে তোপ দাগলেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কটাক্ষ, ”কংগ্রেস তো একটি পরিবারের দল। ওই দলের এত ভালো ভালো নেতা আছেন, যাঁদের যোগ্যতা রাহুল গান্ধীর থেকে অনেক বেশি, যেমন জয়রাম রমেশ, তাঁরাও এই পরিবারেরই অন্তর্ভুক্ত।” একই সঙ্গে তিনি এও বলেন, নরেন্দ্র মোদির ভালো লোক তিনি ভালো কাজ করছেন।

এই ঘটনা থেকে প্রমাণিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছিলেন। যে ব্যক্তিটি কথায় কথায় বামপন্থী আদর্শের কথা বলতেন সেই ব্যক্তিটি হঠাৎ করে গেরুয়া শিবিরের যোগদান করছেন এটা পূর্ব পরিকল্পনা ছাড়া আর কিছুই হতে পারে না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ