দেশ 

আমরা বিজেপিকে হারাতে চাই ; বিজেপি মুক্ত ভারত চাই না : রাহুল গান্ধী

শেয়ার করুন
  • 236
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : আমরা সাধারণ মানুষের সমর্থন নিয়ে তিনটি রাজ্যে সরকার গড়তে চলেছি ; আগামী দিনে দিল্লি থেকে বিজেপিকে হারাবো , সাধারন মানুষের সমর্থন নিয়ে । কারণ দেশজুড়ে পরিবর্তনের সময়ের এসেছে । ২০১৯-এ আমরা এই মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করবো । সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের ফল প্রকাশ হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই বার্তা দিলেন । সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন , না আমরা বিজেপিকে হারাতে চাই ; বিজেপি মুক্ত ভারত চাই না। বিজেপি একটি রাজনৈতিক দল তার একটা আলাদা এজেন্ডা আর আমাদের আলাদা এজেন্ডা আছে । মানুষের কাছে আমাদের বক্তব্য বলব তারা সিদ্ধান্ত নেবে বিজেপি থাকবে কী থাকবে না ?

উল্লেখ্য , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় বলে থাকেন , কংগ্রেস মুক্ত ভারত গড়ার কথা । সাংবাদিকরা রাহুলের কাছে জানতে চেয়েছিলেন তিন রাজ্যে ভোটে জেতার পর এবার কী কংগ্রেসের শ্লোগান হবে বিজেপি মুক্ত ভারত । তার উত্তরে রাহুল গান্ধী বলেন , মোদীজি কী বলেছেন সেটা তাঁর ব্যাপার আমরা বিজেপিকে হারাতে চাই মানুষের সমর্থন নিয়ে ; বিজেপি মুক্ত ভারত চাই না ।

Advertisement

শেয়ার করুন
  • 236
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × three =