কলকাতা 

হাইকোর্টকে আলবিদা জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মঙ্গলবার পদত্যাগ করছেন! লোকসভায় প্রার্থী হচ্ছেন! কোন দল থেকে?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এবছরই অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু সময়ের আগেই বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চলেছেন কলকাতা হাইকোর্টের সবচেয়ে জনপ্রিয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী মঙ্গলবার ৫ই মার্চ তিনি পদত্যাগ করবেন বলে কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল এবিপি আনন্দকে জানিয়েছেন। অর্থাৎ আগামীকাল সোমবার ৪ মার্চ কলকাতা হাইকোর্টে বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষ দিন।

রবিবার এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিচারপতি জানান, কলকাতা হাই কোর্টে তাঁর শেষ দিন সোমবার। তাঁর হাতে যে ক’টি মামলা রয়েছে, সোমবার সেগুলি ছেড়ে দেবেন। তার পর মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন।

Advertisement

‘‘আপনি কি লোকসভা ভোটে দাঁড়াতে চলেছেন?’’ এবিপি আনন্দের সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিচারপতি বলেন, ‘‘যদি আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিই, তারা যদি আমাকে টিকিট দেয়, আমি বিবেচনা করে দেখব।’’

রাজ্যের শাসকদলের সমালোচনা করে বিচারপতি জানান, পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। আদালতের পরিসরে থেকে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছেন না। বিচারপতির কথায়, ‘‘রাজ্যের দুরবস্থা চলছে। অপমানজনক অধ্যায় চলছে। বাঙালি হিসাবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। যারা শাসক হিসাবে দেখা দিয়েছে, তারা রাজ্যের উপকার করতে পারবে বলে মনে হয় না। যদি না কড়া প্রহরা থাকে। তাই আমি শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বলব, সঠিক সিদ্ধান্ত নিতে।’’

কেন পদত্যাগের সিদ্ধান্ত নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? তিনি বলেন, ‘‘বর্তমান শাসকদলের অনেকে আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান তাঁরা জানিয়েছেন, সেই আহ্বান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।’’

উল্লেখ্য, আগামী অগস্ট মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অবসর গ্রহণের কথা ছিল। রবিবার তিনি জানিয়ে দিলেন, সময়ের আগেই তিনি পদ ছেড়ে দিচ্ছেন। বিচারপতির দায়িত্ব ছেড়ে বৃহত্তর ক্ষেত্রে পা রাখতে চলেছেন। বৃহত্তর ক্ষেত্রে যেতে চান বলেই সময়ের আগে ইস্তফা দিচ্ছেন বলে জানিয়েছেন বিচারপতি।

সাম্প্রতিক অতীতে কলকাতা হাই কোর্টে বিচারপতি হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তিনি। যার অধিকাংশই শাসকদলের বিরুদ্ধে গিয়েছে। কুণাল ঘোষ-সহ তৃণমূলের একাধিক নেতা বিচারপতি গঙ্গেপাধ্যায়কে রাজনীতির ময়দানে নেমে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন। রবিবার সেই আহ্বানের কথাই আরও এক বার মনে করিয়ে দিলেন বিচারপতি। জানালেন, তিনি সেই আহ্বানেই সাড়া দিতে চলেছেন। তবে কোন রাজনৈতিক দলে তিনি যাচ্ছেন, তা এখনও স্পষ্ট করে বলেননি।

তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হঠাৎই পদত্যাগের সিদ্ধান্তে এই রাজ্যের সাধারণ মানুষ অখুশি বলেই জানা গেছে। তারা মনে করছে বিচারপতি হিসাবে যেভাবে সাধারণ মানুষকে তিনি ন্যায় এবং ইনসাফ পাইয়ে দিচ্ছিলেন একজন রাজনীতিবিদ হিসেবে সেটা কি সম্ভব হবে?


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ