কলকাতা 

আসানসোলের ঘোষিত বিজেপি প্রার্থী পবন সিং ভোটে দাঁড়াতে নারাজ! লোকসভা ভোটের আগেই বড় ধাক্কা বিজেপির! নেপথ্যে রহস্য?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রের শাসকদলকে এতটা বেইজ্জত এর আগে কোনদিন হতে হয়েছে বলে আমাদের মনে হয় না বা মনে পড়ছে না। কংগ্রেসের ক্ষেত্রে হয়েছে এমনও হয়েছে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণার পরে সেই প্রার্থী অন্য দলে যোগ দিয়েছেন। কিন্তু এবার ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে বেছে নিয়েছিলেন সেই প্রার্থী নিজে থেকে বললেন আমি দাঁড়াবো না।

গতকাল শনিবার রীতিমত ঘটা করে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে বিজেপি নাম ঘোষণা করেছিলেন পবন সিংহের। তিনি রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন,আসানসোল কেন্দ্রে প্রার্থী হতে পারছেন না তিনি। বিজেপির শীর্ষ নেতৃত্বকে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে এই ঘোষণা করেন ভোজপুরি অভিনেতা। প্রার্থী তালিকা প্রকাশের এক দিনের মাথায় পশ্চিমবঙ্গে ধাক্কা খেল বিজেপি। এই নিয়ে সমাজমাধ্যমে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের মানুষের ‘অদম্য ইচ্ছাশক্তি এবং ক্ষমতা’-কে কুর্নিশ জানিয়েছেন।

Advertisement

রবিবার এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে পবন লেখেন, ‘‘আমি বিজেপির শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দল আমার উপর ভরসা করেছিল এবং আমাকে আসানসোল থেকে প্রার্থী করেছিল। কিন্তু বিশেষ কারণের জন্য আমি আসানসোল থেকে ভোটে দাঁড়াতে পারছি না।’’ প্রসঙ্গত, পবনকে প্রার্থী করার পরেই সংঘবদ্ধ ভাবে তৃণমূল বিরোধিতা করে প্রচার চালিয়েছিল। অভিযোগ করেছিল, বাংলার মেয়েদের অসম্মান করেছেন পবন তাঁর ভোজপুরি গানে। বিজেপির এক নেতাও পবনের প্রার্থীপদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পবনকে নিয়ে যখন এই বিতর্ক দানা বাঁধছে, তখনই এক্স করে জানালেন, আসানসোলে প্রার্থী হচ্ছেন না তিনি।

শনিবার সন্ধ্যায় দিল্লি থেকে পবনের নাম ঘোষিত হতেই আক্রমণে নেমে পড়ে বাংলার শাসকদল তৃণমূল। অভিযোগ আনা হয়, বাংলার নারীদের প্রতি পবনের ‘দৃষ্টিভঙ্গি’ নিয়ে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লেখেন, ‘‘ভোজপুরিতে প্রকাশিত পবনের বিভিন্ন গান এবং ভিডিয়োতে বাংলার মহিলাদের প্রতি অশালীনতা প্রকাশ পেয়েছে।’’ তৃণমূলের আর এক মুখপাত্র ঋজু দত্ত আবার নিজের এক্স হ্যান্ডেলে এক ভোজপুরি অভিনেত্রীর কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘‘ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংহ আসানসোলের মানুষকে কিছু বলতে আসবেন। অপেক্ষা করুন।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ