সন্দেশখালিতে মহিলা কমিশন কাজ করছে : জ্যোতির্ময় ভট্টাচার্য
স্মৃতি সামন্ত : উত্তর ২৪ পরগনার সন্দেশখালি নিয়ে ৫৫ দিন ধরে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে সংবাদমাধ্যমে। নারী নির্যাতন থেকে শুরু করে জোর করে জমি দখল এবং চাষের জমিকে ভেড়ি তৈরি করা সাধারণ মানুষের প্রতি অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মূল অভিযোগ শাসকদলের উত্তর চব্বিশ পরগনার নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বাংলার জনরবকে মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য বলেছেন যেহেতু সন্দেশখালিতে রাজ্য মহিলা কমিশন কাজ করছে, তাই রাজ্য মানবাধিকার কমিশন সেখানে সেভাবে কাজ করেনি।
তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, যেকোনো একটি কমিশন কাজ করলে অন্য কমিশন গুলোর কাজ করার কোন যুক্তি থাকে না। তাই যেহেতু মহিলা কমিশন কাজ করছে সেজন্য রাজ্য মানবাধিকার কমিশন সেখানে হস্তক্ষেপ করছে না। তিনি আরো বলেন, এতে একটা সমস্যা ও তৈরি হয়। কমিশন তো অনেক আছে সব কমিশন যদি কাজ করতে শুরু করে তাহলে রিপোর্ট আলাদা হয়ে যেতে পারে।
এ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য মানবাধিকার কমিশনের কাছে এখনো পর্যন্ত কেউ সন্দেশখালি নিয়ে কোন অভিযোগ জানায়নি। আমাদের কাজের ক্ষেত্রে দুটি দিক রয়েছে একটা হচ্ছে খবরের কাজে প্রকাশিত বা সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ভিত্তিতে আমরা রিপোর্ট তলব করে থাকি, আর একটা হচ্ছে যদি কেউ আমাদের কাছে অভিযোগ করে তার ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। কিন্তু সন্দেশখালি থেকে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য মানবাধিকার কমিশনের কাছে কেউ অভিযোগ না করলেও দেখা যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ করা হয়েছে। তারা আমাদের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল আমরা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে।
আমাদের এই সাক্ষাৎকারের পুরো ভিডিওগ্রাফি বাংলার জনরবের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এই খবরের সঙ্গে youtube চ্যানেলের লিংক জুড়ে দেয়া হলো আগ্রহীরা পুরো সাক্ষাৎকারটি দেখে নিতে পারেন।