সিবিআই তো বিজেপির শাখা হিসেবে কাজ করছে : অখিলেশ যাদব
বাংলার জনরব ডেস্ক : সিবিআই এর তলবে সাড়া দিলেন না উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। গতকাল বুধবার অখিলেশকে সমান পাঠিয়েছিল সিবিআই। ফৌজদারি দন্ডবিধির ১৬০ ধারায়। আজ বৃহস্পতিবার ২৯ শে ফেব্রুয়ারি তাকে দিল্লিতে তলব করা হয়েছিল। বেআইনি বালি খাদান সংক্রান্ত মামলায় অখিলেশকে তলব করা হয়। কিন্তু সিবিআই এর এই তলব কার্যত প্রত্যাখ্যান করলেন অখিলেশ যাদব।
বৃহস্পতিবার সমাজবাদী পার্টির দলিত, অনগ্রসর এবং সংখ্যালঘু সংগঠনের সভায় যোগ দিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, ‘‘ভোটের আগে সমন। ওরা (সিবিআই) তো এখন বিজেপির শাখা হিসাবে কাজ করছে।’’ এর পরেই সিবিআই সমন প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমি যে কাগজ পেয়েছিলাম তার উত্তর দিয়ে দিয়েছি।’’
লোকসভা ভোটে উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি (এসপি)-র জোট চূড়ান্ত হয়েছে গত সপ্তাহে। ঘটনাচক্রে, তার পরেই কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের তরফে সমন পাঠানো হয় অখিলেশকে। তবে অভিযুক্ত হিসাবে নয়, সাক্ষী হিসাবে জবানবন্দি দিতেই তাঁকে তলব করা হয়েছে দুর্নীতি ও ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মামলা সংক্রান্ত ওই সমনে।
সিবিআইয়ের অভিযোগ, অখিলেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১২-১৬ সালে হামিরপুর জেলার বালি ও অন্যান্য কিছু খনিজ উত্তোলনের জন্য নিয়ম-বহির্ভূত ভাবে বরাত বণ্টন করা হয়েছিল। হামিরপুরের তৎকালীন জেলাশাসক-সহ কয়েক জন সরকারি আধিকারিকের এই পদক্ষেপের ফলে রাজস্বের ক্ষতি হয়। সেই সঙ্গে, বেআইনি ভাবে বালি ও খনিজবাহী যানবাহন থেকে শুল্ক আদায়ের অনুমতিও দেওয়া হয়েছিল কয়েকটি সংস্থাকে। এ বিষয়ে ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ অভিযোগ এনেছে সিবিআই। ঘটনাচক্রে, ২০১৯ সালে লোকসভা ভোটের আগেও ওই মামলা নিয়ে সিবিআইয়ের ‘তৎপরতা’ দেখা গিয়েছিল।