আন্তর্জাতিক 

বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ লন্ডনের আদালতের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে মালিয়ার সামনে। আগামী ১৪ দিনের তাঁকে এই বিষয়ে আবেদন করতে হবে।

ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের চিফ ম্যাজিস্ট্রেট জাজ এমা আরবাথনট জানান, বিজয় মালিয়ার বিরুদ্ধে প্রতারণা, চক্রান্ত ও বেআইনি আর্থিক লেনদেনের যে অভিযোগগুলি উঠেছে প্রাথমিকভাবে তার সারবত্তা রয়েছে। তাই তাঁকে ভারতে প্রত্যপর্ণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ লন্ডনের আদালতের নির্দেশের পর সিবিআই জানিয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব বিজয় মালিয়াকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে।

Advertisement

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, “ভারতের পক্ষে আজ একটি বিশেষ দিন। প্রমাণিত হল, ভারতকে প্রতারিত করে কেউ পালাতে পারবে না। লন্ডনের আদালত যে নির্দেশ দিয়েছে তাকে স্বাগত জানাই। অভিযুক্ত (বিজয় মালিয়া) ইউপিএ সরকারের আমলে বিশেষ সুবিধা পেয়েছিলেন। এনডিএ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

৯০০০ কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে বিজয় মালিয়ার বিরুদ্ধে। ১৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। কিংফিশার এয়ারলাইন্সের হয়ে নেওয়া হয়েছিল এই ঋণ। এরপর ২০১৬ সালের মার্চ মাসে দেশ থেকে পালিয়ে যান তিনি। তারপর থেকে রয়েছেন লন্ডনেই।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + 12 =