উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড় হাই স্কুল, আতঙ্ক এলাকা জুড়ে
বাংলার জনরব ডেস্ক : উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড় হাই স্কুল। আজ মঙ্গলবার ছিল ইতিহাস পরীক্ষা ছেলেমেয়েরা ইতিহাস পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে আসার পরেই প্রবল শব্দে কেঁপে উঠল এই স্কুল বাড়ি আতঙ্কে পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরা বিভিন্ন জায়গায় ছোটা ছুটি শুরু করে দেয়। ইতিমধ্যে দেখতে পাওয়া গেল ওই স্কুলের শৌচাগারের ভেতরে বোমা রয়েছে। বিস্ফোরণের বিস্ফোরণের খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পরীক্ষার্থীদের কয়েক জন জানাচ্ছেন, মঙ্গলবার পরীক্ষা শেষ হওয়ার কিছু ক্ষণ পরই একটি বোমা ফাটে ছাত্রদের শৌচাগারে। ঘটনাস্থলের দিকে দৌড়ে যান নিরাপত্তারক্ষীরা। খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ। সূত্রের খবর, একটি সুতলি বোমা রেখে গিয়েছিল কেউ বা কারা। সেটাই ফেটেছে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের শৌচাগারে কে বিস্ফোরক রেখে গেলেন, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে, বিস্ফোরণ ঘটানোর নেপথ্যে কোনও পরীক্ষার্থীও থাকতে পারেন। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক পরীক্ষার্থী বলেন, ‘‘বাথরুমে গিয়ে দেখি একটি বোমা। তাতে আগুনও জ্বলছে। পুলিশ এসেছিল। এক স্যর বললেন, ‘সরে আয় তাড়াতাড়ি।’ তার পরই প্রচণ্ড শব্দে কেঁপে উঠল গোটা স্কুল।’’যদিও এই বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি।