মঙ্গলবারেই জেল থেকে মুক্তি দিতে হবে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে নির্দেশ কলকাতা হাইকোর্টের
বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবারই তাঁকে জেল থেকে মুক্তি দিতে হবে বিচারপতি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার নিরাপদ জেল থেকে মুক্তি না পেলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ।
গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ককে। তার পর থেকে একটানা ১৭ দিন ধরে তিনি জেলবন্দি অবস্থায় রয়েছেন। গ্রেফতারির পরেই নিরাপদের বাড়ির লোকেরা জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ নিরাপদের নিঃশর্ত জামিন মঞ্জুর করেছে। তাঁকে কোনও ভাবেই আর জেলে বন্দি রাখা যাবে না বলেও জানিয়েছে আদালত। মঙ্গলবারই নিরাপদকে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে রাজ্য সরকার যে আবারো একটা বড় ধাক্কা খেলো তা নিয়ে কোন প্রশ্ন নেই। এর ফলে মমতা সরকার লোকসভা নির্বাচনের আগে জনমানষে নিজেদের আস্থা হারাতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। আজ সোমবার সন্দেশখালি যাওয়ার পথে ফের নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে।
আর নওশাদ সিদ্দিকীর এই গ্রেফতারিতে এই রাজ্যের সংখ্যালঘু সমাজের মধ্যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা খারাপ ধারণা যে তৈরি হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে সন্দেশখালির ঘটনায় যেভাবে আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে রোজা রাখা অবস্থায় গ্রেফতার করা হয়েছে তা নিয়েও বাংলার সংখ্যালঘু সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে।