কলকাতা 

পাখির চোখ লোকসভা নির্বাচন ১লা মার্চ আরামবাগ ২রা মার্চ কৃষ্ণনগর ৮ই মার্চ বারাসাতে সভা করছেন নরেন্দ্র মোদি! কেন রাজ্যের এই তিনটি লোকসভা কেন্দ্রকে টার্গেট করলেন মোদি, জানতে চান?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবাংলায় তিনটি সভা করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির লক্ষ্য এই রাজ্যের বেশ কয়েকটি লোকসভা আসন যেখানে গতবার তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল অল্প ভোটের ব্যবধানে। সেই লক্ষ্যেই হুগলি জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রটি অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। তাই লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সফরের প্রথম দিনটি অর্থাৎ পহেলা মার্চ আরামবাগের সভা করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদিজীর আরামবাগ সফরকে ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। এমনিতেই আরামবাগ লোকসভা কেন্দ্রের অধীন ৭ টি বিধানসভার মধ্যে আরামবাগের চারটি বিধানসভাতে জয়ী হয়েছে বিজেপি। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে খানাকুল দু’নম্বর পঞ্চায়েত সমিতির দখল করেছে বিজেপি খানাকুলের ২৪ টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৩ টি গ্রাম পঞ্চায়েত দখলে রেখেছে বিজেপি।। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরামবাগ লোকসভা আসনটিকে এবার নিশানা করেছে বিজেপি। এক সময় কার লাল দুর্গ অনিল বসুর গড় হিসাবে খ্যাত বর্তমানে তৃণমূল কংগ্রেসের গড় ছিল এখন সেখানে বিজেপি গড় হতে চলেছে। রাজনৈতিক ভাষ্যকারদের মতে এবার আরামবাগ লোকসভা কেন্দ্রটি বিজেপি ভালো ভোটের ব্যবধানে জিতবে।

Advertisement

২রা মার্চ সভা করবেন নরেন্দ্র মোদী, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি। এই কেন্দ্রটিতে গতবার মহুয়া মৈত্র বেশ কয়েক হাজার ভোটে জিতলেও কিন্তু এটা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। তাই নরেন্দ্র মোদি এই লোকসভা কেন্দ্রের কে টার্গেট করে প্রচারে যাচ্ছেন। এরপর ৬ই মার্চ যাওয়ার কথা ছিল বারাসাতে কিন্তু তিনি অনেক চিন্তা ভাবনা করার পর আন্তর্জাতিক নারী দিবস অর্থাৎ ৮ই মার্চকে সভা করার জন্য বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের দিনে সভা করতে এসে বারাসাতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সভাব সিদ্ধ ভঙ্গিতে সন্দেশখালি বঞ্চিত শোষিত অবহেলিত লাঞ্ছিত মেয়েদের নিয়ে কথা বলবেন।। এক কথায় নরেন্দ্র মোদির বঙ্গ সফরে বেশ খানিকটা চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস এ নিয়ে কোন সন্দেহ নেই।

এখন দেখার বিষয় আরামবাগ কৃষ্ণনগর এবং বারাসাতে এসে নরেন্দ্র মোদী কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। প্রাক লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদির এই সভা থেকেই স্পষ্ট হয়ে যাবে এই রাজ্যে বিজেপি কটা আসন পাবে। যদিও বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে পশ্চিমবাংলায় বিজেপি এবার ২৫ থেকে ৩১ টা আসন পেতে পারে। বামেরা বাম কংগ্রেস পাওয়ার সম্ভাবনা আছে ৫ থেকে ৭ টি আসন আর তৃণমূল কংগ্রেস পেতে পারে আট থেকে দশটি আসন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ