কলকাতা 

কলকাতার আনন্দপুরের বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রবিবার ছুটির দিনে কলকাতার বাইপাস সংলগ্ন আনন্দপুরের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বস্তির ভেতরে একের পর এক বিস্ফোরণে, সমগ্র এলাকা জুড়ে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আতঙ্কে ছোটাছুটি করছে স্থানীয় বাসিন্দারা। দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে আগুন নেভানোর চেষ্টা করে চলেছে। বেলা এগারোটা নাগাদ এই আগুন লাগে।

রবিবার বেলা ১১টা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তার পরই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালর কাছে ঝুপড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা প্রায় গোটা ঝুপড়িকে গ্রাস করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, ঝুপড়িতে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে।

Advertisement

খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। কীভাবে ওই ঝুপড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রেণ আনাই আপাতত প্রাথমিক লক্ষ্য দমকলকর্মীদের। কারণ, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন ঝুপড়ির বাসিন্দারা। চোখের সামনে বাসস্থানে অগ্নিকাণ্ড মাথায় হাত ঝুপড়িবাসীর। কান্নাকাটির রোল। আগুনের গ্রাস থেকে শেষ সম্বলটুকু বাঁচাতে ব্যস্ত স্থানীয়রা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ