জেলা 

বিজেপিকে ভোট না দিলে বাতিল হবে আধার, গেরুয়া বিধায়কের মন্তব্য ঘিরে দেশ জুড়ে শোরগোল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিজেপি বিধায়ক অসীম সরকার সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তিনি বলেছেন বিজেপিকে ভোট না দিলে বাতিল হবে আধার কার্ড। আর এই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই তৃণমূল কংগ্রেস নিশানা করেছে বিজেপিকে। তৃণমূলের দাবি সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে আধার কার্ড বাতিলের যে সংবাদ পাওয়া গেছে তার পেছনে তাহলে বিজেপি রয়েছে!

তৃণমূলের পোস্ট করা ভিডিওতে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে বলতে শোনা গিয়েছে, “বিজেপি ছাড়া ভুলেও অন্য় কাউকে দেবেন না। দয়া পরবশত আপনাদের আধার কার্ড ফিরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব, মন্ত্রী শান্তনু ঠাকুর দিল্লিতে অনেক অনুরোধ করেছে, তার পর আধার কার্ড ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনারা প্রাণ ফিরে পেয়েছেন।” একইসঙ্গে ভয় দেখিয়ে বিধায়কের দাবি, আধার না ফিরে না পেলে কী করতেন? আন্দোলন করতেন? সঙ্গে সঙ্গে বিদেশি বলে গ্রেফতার হতেন তো!”

Advertisement

অসীম সরকারের ভিডিও পোস্ট করেছে তৃণমূল। তাদের দাবি, “হরিণঘাটার বিধায়ক হুমকি দিচ্ছেন। বিজেপিরকে ভোট না দিলে আধার বাতিল হবে। এবার আমরা বুঝলাম. নদিয়াতে কেন এতো সংখ্যক আধার কার্ড বাতিল হয়েছিল!” প্রধানমন্ত্রীকে উদ্দেশে তৃণমূলের প্রশ্ন, “এখন আপনাদের তদন্তকারী এজেন্সি কোথায়? তারা এখানে তদন্ত করছে না কেন?” এনিয়ে বিজেপি বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ