দেশ 

কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে কর্পোরেট সংস্থার কাছ থেকে তোলাবাজি করছে বিজেপি অভিযোগ কংগ্রেসের, নেপথ্যে রহস্য?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় এজেন্সি ইডি আয়কর বিভাগের  ভয় দেখিয়ে কার্যত কর্পোরেট সংস্থার কাছ থেকে তোলাবাজি করছে বিজেপি সরকার বলে অভিযোগ করেছে কংগ্রেস। কংগ্রেসের এই গুরুতর অভিযোগের নেপথ্যে রয়েছে দুটি অনলাইন নিউজ পোর্টালের সংবাদ।

সম্প্রতি দুটি অনলাইন পোর্টাল ‘নিউজলন্ড্রি’ এবং ‘দ্য নিউজ মিনিট’ দাবি করেছে, আয়কর দফতর, ইডি, সিবিআইয়ের (CBI) মতো কেন্দ্রীয় সংস্থার নজরে পড়তেই কয়েকটি বড় কর্পোরেট সংস্থা বিজেপিকে মোটা টাকা অনুদান দিয়েছে। ওই দুই সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে ৩০টি কর্পোরেট সংস্থা বিজেপিকে ৩৩৫ কোটি টাকা অনুদান দিয়েছে। এদের মধ্যে ২৩টি কর্পোরেট গোষ্ঠী কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযানের আগে কোনও দিন বিজেপির দলীয় তহবিলে চাঁদা দেয়নি!

Advertisement

কংগ্রেসের দাবি, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত এড়াতে বিজেপিকে মোটা অনুদান দিয়েছে অন্তত ৩০টি কর্পোরেট সংস্থা। বস্তুত কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ‘হপ্তা উসুল’ অর্থাৎ ‘তোলাবাজি’ করছে বিজেপি। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই অভিযোগের তদন্ত করতে হবে, দাবি কংগ্রেসের।

দেশের দুই জনপ্রিয় নিউজ পোর্টালের সংবাদকে হাতিয়ার করে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ দাবি করেছেন, গত ৪ বছরে ৩০টি বড় বেসরকারি কোম্পানির বিরুদ্ধে ইডি (ED), সিবিআই এবং আয়কর বিভাগ তদন্ত শুরু করেছে। তার পরেই তাদের থেকে ৩৩৫ কোটি টাকা চাঁদা আদায় করছে বিজেপি। এখন ব্ল্যাকমেলিংয়ের রাজনীতিও শুরু করেছে বিজেপি। যা আসলে হপ্তা উসুল বা তোলা তোলার রাজনীতি।”

রমেশের দাবি, “৩০-এর মধ্যে ২৩ কোম্পানি ২০১৮-র আগে বিজেপিকে কোনও চাঁদা দেয়নি। যেই নানা এজেন্সি ব্যবহার করে ওদের উপর তদন্ত শুরু হল, ১৮৮ কোটি চাঁদা পেয়ে গেল বিজেপি। এটা হপ্তা উসুলি নয় তো কী? রমেশ বলছেন, সুপ্রিম (Supreme Court) নির্দেশে ইলেক্টোরাল বন্ড বন্ধ। তাই ইডি বন্ডে টাকা তুলছে বিজেপি।

এর আগে বিজেপির বিরুদ্ধে অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর অভিযোগ তুলেছিল কংগ্রেস। দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন দাবি করেন, আয়কর বিভাগের নির্দেশে বেআইনিভাবে কংগ্রেসের একাধিক অ্যাকাউন্ট থেকে ৬৫ টাকা সরিয়েছে কেন্দ্র। প্রকারান্তরে কেন্দ্রের বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন কংগ্রেস নেতা।

দুই নিউজ পোর্টালের সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই দেশের রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। দুর্নীতির বিরুদ্ধে বিজেপির অভিযান ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার কথা বলে আসলে দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে। যে কর্পোরেট সংস্থাগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সি হানা দিয়েছে সেই কর্পোরেট সংস্থাগুলির কাছ থেকে কিভাবে দলীয় তহবিলের অনুদান নেওয়া হলো তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশের বিরোধী দলের নেতারা বলছেন বিজেপি আসলে দ্বিচারিতা করছে। দুর্নীতির নাম করে তোলাবাজি করাই বিজেপির মূল লক্ষ্য বলে অভিযোগ করছে বিরোধীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ