জেলা 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও প্রয়াত কবি সন্ধ্যাদিকে স্মরণ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: গতকাল (21. 2 .2024 ) ধনিয়াখালী সুরভি পাঠাগারে ধনিয়াখালি মেলামেশা সাহিত্য বাসরের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও প্রয়াত কবি সন্ধ্যা রংয়ের স্মৃতি তর্পণ করা হয়। গতকাল ছিল একুশে ফেব্রুয়ারি। ১৯ ৫২ সালের এই দিনেই মাতৃভাষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অসংখ্য তরতাজা যুবক প্রাণ দিয়েছিলেন । ভাষার জন্য আত্ম বলিদান দেওয়া এই বীর শহীদদের আজও সমগ্র বিশ্ব স্মরণ করে। মেলামেশা সাহিত্য বাসরের পক্ষ থেকেও এই দিনটাকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।

প্রথমে সমবেত কবি সাহিত্যিক ও সংস্কৃতিমনস্ক ব্যক্তিবর্গ শহীদ বেদীতে মালা ও পুষ্প প্রদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ।এরপর মূল অনুষ্ঠান শুরু হয় সুগায়ক অমলকান্ত দাসের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে । সভায় সভাপতির পদ অলংকৃত করেন মেলামেশা সাহিত্য বাসরের স্থায়ী সভাপতি মাননীয় অরূপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এরপর কবি গল্পকার প্রাবন্ধিক ‘কানন’ পত্রিকার সম্পাদিকা প্রয়াত সন্ধ্যা রঙের প্রতিকৃতিতে মালা ও পুষ্প প্রদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর একে একে কবি সাহিত্যিকরা আন্তর্জাতিক মাতৃ ভাষাদিবসের তাৎপর্য আলোচনা করতে থাকেন এবং প্রয়াত সন্ধ্যাদি সঙ্গে তাদের সম্পর্কের স্মৃতিচারণা করেন । চলে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ,সংগীত ইত্যাদি। সভায় উপস্থিত ছিলেন সতীরঞ্জন আদক, রণজিত হালদার ,অমিয়া ব্যানার্জি ,প্রতীক্ষা মল্লিক, তরুণ কুন্ডু ,সুনীল ব্যানার্জি, মোঃ মহসিন, মাধবী দত্ত, প্রবীর কুমার দাস ঘোষ, রবীন্দ্রনাথ মোদক ,দয়াল হরি ভড়, শুভেন্দু হালদার , নওশাদ মল্লিক প্রমূখ বিশিষ্ট কবি সাহিত্যিক বৃন্দ। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সুগায়ক সুশান্ত চ্যাটার্জী মহাশয়। সংস্থার স্থায়ী সম্পাদক স্বপন কুমার হালদারের সু সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ