কলকাতা 

খালিস্তানি বিতর্কের জের বঙ্গ সফর বাতিল শাহের ! অস্বস্তিতে রাজ্য বিজেপি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : খালিস্তানি বিতর্কের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফর বাতিল করলেন। ২৮ ফেব্রুয়ারি এই রাজ্যে সফরে আসার কথা ছিল অমিত শাহের।২৯ ফেব্রুয়ারি মায়াপুরের ইস্কন মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর। তবে বিজেপি সূত্রে খবর, এখন পশ্চিমবঙ্গে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে নভেম্বর এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলায় এসেছেন অমিত শাহ। জানুয়ারির শেষ সপ্তাহে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর। বাতিল হল ফেব্রুয়ারির সফরও। সব কিছু ঠিক থাকার পরেও হঠাৎ কেন বাতিল হল শাহের সফর, তা নিয়ে বিশেষ মুখ খুলতে চাইছেন না রাজ্য বিজেপি নেতৃত্ব।

তবে বিজেপি সূত্রে খবর, সন্দেশখালিকাণ্ডের জেরেই রাজ্য সফর আপাতত স্থগিত রাখলেন শাহ। পাশাপাশি, বিজেপি সূত্রে এ-ও খবর যে, রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও চাইছিলেন না, যে এই সময় বঙ্গ সফরে আসুন কেন্দ্রীয় নেতৃত্ব। নির্দিষ্ট একটি পরিধিতে বেঁধে না-রেখে প্রশাসনের সঙ্গে সংঘাতে গিয়ে সন্দেশখালির আন্দোলনকে ‘জঙ্গি’ আন্দোলনে পরিণত করতে চাইছে বিজেপি। সন্দেশখালির আন্দোলনকে বৃহত্তর করে তুলতে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছেন তাঁরা। তাই এই সময় শাহ যদি রাজ্য সফরে আসেন, তা হলে তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে রাজ্য নেতৃত্বকে। ফলে তাঁদের আন্দোলনে ভাটা পড়তে পারে। সন্দেশখালি কাণ্ডে বিজেপি এই রাজ্যের বেশ খানিকটা জমি পাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত খালিস্তানি ইস্যুতে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে বিজেপি।

Advertisement

কারণ এই ইসুকে সামনে রেখে পশ্চিমবাংলার শিখ সম্প্রদায়ের মানুষেরা যেভাবে বিজেপির রাজ্য পার্টি অফিসের সামনে ধর্নায় বসেছে তা এক কথায় অভিনব। শিখ সম্প্রদায়ের দাবি হচ্ছে বিজেপি নেতৃত্ব কে খালিস্তানি ইসুতে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাদের আন্দোলন চলবে। এই প্রেক্ষাপটে অমিত শাহের বঙ্গ সফর বাতিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।

পদ্ম শিবির সূত্রে খবর, শাহ যে ফেব্রুয়ারিতে আসছেন না, বৃহস্পতিবার ইস্কন মন্দির কর্তৃপক্ষকেও তা জানিয়ে দেওয়া হবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ