ফুরফুরা শরীফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আল আমিন শিক্ষা কেন্দ্রে ফুরফুরা শরীফ বালিকা মাদ্রাসা ও শামসুল উলামা গোলাম সালমানী একাডেমীর সহযোগিতায় এক অনুষ্ঠানে ভাষা শহীদ স্মরণ, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, খাদ্য সামগ্রী,বস্ত্র সামগ্রী, শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করে ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন,আল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন -এর সভাপতি হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী “একুশে ভাষা আওয়ার্ড -২০২৪ “স্মারক তুলে দেন,আবু আফজাল জিন্না ও মোল্লা আবিদুর রহমান সাহেব- কে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন,আল আমিন শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এগারো বিভাগে চুয়াল্লিস জনকে পুরস্কার প্রদান করা হয়।স্কুলের ছাত্র ও ছাত্রী,শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকাগণ উপস্থিত ছিলেন।