ভারতীয় সাংবাদিক আজিজুল হক বিপ্লবী চট্টগ্রামে অমর একুশের সম্মাননায় ভূষিত
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের হোটেল এশিয়ান এসআর লিমিটেড এর অডিটরিয়ামে ২১ ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত এর বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক গবেষক শিক্ষাবিদ ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহেল ফখরুদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলাল কান্তি বড়ুয়া। সম্মানিত উদ্বোধক ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ আজিজুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ শিক্ষাবিদ কবি নুর নবী জমাদার, অধ্যাপক বাসির আল হিলাল, সমাজকর্মী রাধেশ্যাম ঘোষ, মাস্টার আবুল হোসেন, অধ্যাপক দিদারুল আলম ,ব্যাংকার মামুনুর রশিদ ,নুরুল হুদা চৌধুরী ,নাজমুল হক শামীম ,দেলোয়ার হোসেন মানিক ,মুদ্দাসসির ।
বক্তারা বলেন, বাংলাদেশ-ভারত এর সম্পর্ক বন্ধুত্বের বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তৎকালীন ভারত সরকারের অবদান অনস্বীকার্য । আজও বন্ধুত্বের অবদানে ভারত ভূমিকা রয়েছে ।বাংলাদেশ ও ভারতের কবি সাহিত্যিকদের ঐক্যবদ্ধ লেখনীর মাধ্যমে মাতৃভাষার চর্চা ও মাতৃ বন্দনা সর্বজনীন স্বীকৃত। সমগ্র পৃথিবীব্যাপী বাংলার গণজাগরণ ও মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা ও মন্ত সৃষ্টি করতে নব প্রজন্মের কাছে আমাদের মাতৃভাষার স্বকীয় বৈশিষ্ট্য ভাষা শহীদদের দিবস ও মহান ২১ এর চেতনা তুলে ধরতে হবে।
সবাই পশ্চিমবঙ্গ ভারতের বিশিষ্ট লেখক গবেষক সাংবাদিক আজিজুল হককে বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চের একুশের স্মারক পদক প্রদানের মাধ্যমে তার কর্মজীবনের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চের পক্ষ থেকে অধ্যাপক সৈয়দ বসির আল হিলাল, কবি নুর নবী জমাদার, আবাবাজান খ্যাত রাধেশ্যাম ঘোষ কে স্মারক স্মৃতি পুরস্কার প্রদান করা হয় ।সব শেষে পদযাত্রা সহকারে অমর একুশের ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।