৯৪ বছর পর স্মরণ করা হলো উপমহাদেশের প্রথম মুসলমান সাংবাদিক শাহ বদিউল আলম কে
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালির ইজ্জত নগরে ভারতীয় উপমহাদেশের মুসলমান সাংবাদিকতার পথিকৃত “দি মোহামেডান অবজারভার” এর সম্পাদক মরমী কবি ডেপুটি শাহ মোঃ বদিউল আলম রহ: এর জন্মভিটাতে গতকাল এক কবি সম্মেলন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ভারত ও বাংলাদেশের বহু কবি, সাহিত্যিক, সাংবাদিক, ইতিহাস গবেষক, কণ্ঠশিল্পী ও আধ্যাত্বিক জগতের গুণী ব্যক্তিত্বগণ অংশ নেন।
স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত ও বিষয় মুখী বক্তব্যের মধ্যে দিয়ে স্মরণ করা হয় ডেপুটি সাহেবের জীবন ও কর্মের।
ভারতীয় অতিথিদের আগমনকে ঘিরে স্থানীয় এলাকাতে উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়। অনুষ্ঠান মঞ্চে পৌঁছানোর আগে তাদের আগমনকে ঘিরে বাঙালি সংস্কৃতি ঐতিহ্য বাহক ঢোল ও কাসা বাজিয়ে পরিক্রমা করা হয়। ভারতীয় প্রতিনিধি দলের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। বিশাল গাঁদা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়। সভা মঞ্চে চট্টলানামা লিটল ম্যাগাজিন এর পক্ষ থেকে তাদেরকে সুদৃশ্য স্মারক প্রদানের মধ্য দিয়ে সম্মান জানানো হয়। ভারতীয় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন নূরনবী জমাদার, সমাজসেবী রাধেশ্যাম ঘোষ, অধ্যাপক কবি সৈয়দ বাসির আল -হিলাল, কবি ও ইতিহাস গবেষক আজিজুল হক।
উক্ত কবি সম্মেলনে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন, বিশিষ্ট প্রাবন্ধিক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, মাস্টার আবুল হোসেন, ডেপুটি সাহেবের বংশধর কবি নাজমুল হক শামীম, কবি সৈয়দা রুখসানা জামান শানু, মোঃ শাহ আলম মওলুদ প্রমূখ।
এদিন সম্মেলনে কিংবদন্তি সাংবাদিক সম্পাদক ও সমাজ সংস্কারক ডেপুটি শাহ মোহাম্মদ বদিউল আলম সাহেবের তরে বাংলার রেনেসাঁ ও লাব্বাইক মিশনের পক্ষ থেকে মরণোত্তর শ্রদ্ধাঞ্জলি পত্র তার বংশধরদের হাতে তুলে দেওয়া হয়।