জেলা 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহিষাদল রাজ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে আজ থেকে ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আন্তর্জাতিক কর্মশালা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বিশ্বের চারটি মহাদেশের নটি দেশের ২৫ জন বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী , দেড় শতাধিক ছাত্র গবেষক আসছেন। বলতে আসছেন আগামী পৃথিবীর জ্বালানি সমস্যা এবং তার সমাধান বিষয়ে। মাটির তলায় তেল প্রায় নিঃশেষিত । এখন আমাদের করণীয় কি? আমাদের বিজ্ঞান কিভাবে পথ দেখাতে পারে ? সাসটেনেবল- ননকনভেনশনাল এনার্জি, গ্রীন এনার্জি , বায়ো সাসটেনেবিলিটি, দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়ন এ সমস্ত বিষয় আলোচিত হবে।

অনুষ্ঠানের আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শুভময় দাস বলেন “ভবিষ্যতের রাস্তা বের করতেই হবে। শুধু সচেতনতা দিয়ে কিছুই হবে না। বিকল্প পথ উদ্ভাবন এবং সেটা যদি টেকসই উন্নয়নকে সমর্থন না করে তাহলে সেই গবেষণা নিরর্থক। সে গবেষণা কেবলমাত্র ল্যাবরেটরির মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। গবেষণাগার থেকে বাস্তবের মাটিতে প্রয়োগ করতে হবে।”

Advertisement

এই মহাযজ্ঞের উদ্বোধন করবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সুশান্ত কুমার চক্রবর্তী। ২১শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক ভাষা দিবসের কুয়াশা মাখা ভোরে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর, কানাডা, ইউএসএ, মেলবোর্ন, মালয়েশিয়া, ডেনমার্ক, খড়গপুর আইআইটি, মাদ্রাজ আইআইটি , দুন বিশ্ববিদ্যালয়, হেরিটেজ বিশ্ববিদ্যালয়, কাল্টিভেশন অফ সায়েন্স, রাজাবাজার সায়েন্স কলেজ , বসু বিজ্ঞান মন্দির, এসআরএম বিশ্ববিদ্যালয় , যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিজ্ঞানী জড়ো হচ্ছেন এই মহাযজ্ঞশালায়। বিজ্ঞানীরা কি ভাবছেন ? এই ভাবনার সঙ্গে ছাত্রছাত্রীর চিন্তার মত বিনিময় হবে এই কর্মশালায়।

তবে এই অনুষ্ঠানের আরও একটি গুরুত্ব আছে। সেটি ও এক কথায় অনবদ্য। এই অনুষ্ঠান যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুরু হচ্ছে তাই এই অনুষ্ঠানে বিশ্ব বিখ্যাত বিজ্ঞানীরা সবাই চেষ্টা করবেন এই বক্তব্য মাতৃভাষায় রাখার জন্য। মাতৃভাষায় যে আন্তর্জাতিক বিজ্ঞান আলোচনা সম্ভব সেটারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই ধরনের আন্তর্জাতিক কর্মশালা।

রফিক, বরকত, সালাম তোমরা শুনতে পাচ্ছ? তোমাদের অবদান বিফলে যায়নি। যে মশাল তোমরা জ্বালিয়েছিলে সেটা অনির্বাণ । এখনো জ্বলছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ