মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বারাসতে,পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দফতরের পরিষেবা প্রদান
বিশেষ প্রতিবেদন, বারাসাত : ক্ষমতার বিকেন্দ্রীকরণ যত বেশি সম্ভব, কাজের অগ্ৰগতি ততই নিম্ন স্তর পর্যন্ত পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণকামী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গ্ৰামীন এলাকায় সঠিক উন্নয়ন তখনই সম্ভব যখন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের তৎপরতা থাকবে তুঙ্গে।সমাজের সর্বস্তরের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দফতরের কাজকে ত্বরান্বিত করতে ত্রিস্তর পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা দায়িত্বের সঙ্গে কাজ করে চলেছে।
সোমবার উঃ ২৪ পরগনা জেলার বারাসাত রবীন্দ্র ভবনে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পঃবঃ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের ব্যবস্থাপনায় এবং উঃ ২৪ পরগনা জেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধান ও পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা সভা,প্রকল্পের উদ্বোধন এবং পরিষেবা প্রদান কর্মসূচী রূপায়িত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দফতরের মন্ত্রী বেচারাম মান্না, উঃ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক শ্রী নারায়ন গোস্বামী, সহকারী সভাধিপতি বীনা মন্ডল,উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, অতিরিক্ত জেলাশাসক শ্রী পিনাকী রঞ্জন প্রধান, জেলা পরিষদের সচিব প্রভাত কুমার চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা।