কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলামন্দিরে ইউনিয়ন ব্যাঙ্ক এসোসিয়েশনের নাটক ‘চিকিৎসা সংকট’

শেয়ার করুন

সংবাদদাতা, বাংলার জনরব: পশ্চিমবঙ্গ ও সিকিমের ইউনিয়ন ব্যাঙ্কের অফিসার এ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতা কলামন্দির অডিটোরিয়ামে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের পাশাপাশি আকর্ষণীয় অনুষ্ঠান ছিল পরশুরাম রচিত কালজয়ী রসাত্মক নাটক ‘ চিকিৎসা সংকট’। নাটক শুরুর আগে বেনারস ঘরানার পন্ডিত রামলাল মিশ্রর সারেঙ্গি বাদন কানায় কানায় পূর্ণ দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেয়। রুচিশীল সারেঙ্গির সাথে তবলায় সঙ্গত করেন ইউনিনয় ব্যাঙ্কের কলকাতা শাখার ম্যানেজার সরচিস চ্যাটার্জি।

ব্যাঙ্ক কর্মী নাট্যকার তুলসীদাস বসুর পরিচালনায় পরিবেশিত ‘ চিকিৎসা সংকট’ নাটকটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। রসাত্মক নাটকটির মূল প্রতিপাদ্য বিষয় হলো সমাজে প্রচলিত বিভিন্ন ধারার চিকিৎসা পদ্ধতির চিকিৎসকরা কিভাবে সাধারণ রুগিগে চিকিৎসার নামে বিভ্রান্ত করে এবং অর্থের অপচয় করে, সেটাই সুচারুরূপে তুলে ধরা হয়েছে নাটকটিতে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে নাটকটিকে প্রাণবন্ত করে তুলেছিলেন যারা তাঁরা হলেন ক্রমে তাপস নাগ, অনিমেষ মজুমদার, সরল রঞ্জন চক্রবর্তী,শান্তিময় রায়, বিজয় সাউ, অভিজিৎ গাঙ্গুলি, সৌভিক দত্ত, সুপর্না বাগচী, তনুজা মৌসম, অনুরাধা দাস ও শুভশ্রী দত্ত।

Advertisement

নাটকের পর একটি মনোরঞ্জক সংগীতাঞ্জলি পরিবেশন করে এই সময়ের জনপ্রিয় সংগীতের ট্রুপ ‘নন্দী সিসটার্স’।

এদিনের সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন‌ সুদীপ্ত মিত্র ও শিল্পী মিত্র।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ