প্রচ্ছদ 

ফুটপাতে দইবড়া বিক্রি করে কোটিপতি ! নেপথ্যে রহস্য ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ফুটপাতে দইবড়া বিক্রি করে কোটিপতি । ঝাঁ চকচকে বিএমডব্লু চেপে দইবড়া বিক্রি করতে আসেন দিল্লির ৫৫ বছরের তরুণ মুকেশ কুমার শর্মা । মাত্র কয়েক ঘন্টা ফুটপাতে দাঁড়িয়ে দইবড়া বিক্রি করেন মুকেশ শর্মা । ঘটনাস্থল দিল্লি নেহেরু প্যালেস। প্রতি দিনই বিকেলে নেহরু প্যালেসে গেলে দেখা পাওয়া যেতে পারে শর্মাজির।বিকেল থেকে মাত্র কয়েক ঘণ্টা দইবড়া বিক্রি করেন মুকেশ। নিমেষে ফাঁকা হয়ে যায় পসরা। এর পর আবার গাড়ি চড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।নেহরু প্যালেসে দাঁড়িয়ে শর্মাজির দইবড়া খাননি, এমন দিল্লিবাসী হাতেগোনা। অনেকে দিল্লি ঘুরতে গিয়ে তা চেখে আসেন।দিল্লিবাসীর একাংশের মতে, মুকেশ যে দইবড়া বিক্রি করেন, তার স্বাদ এমনই অতুলনীয় যে সহজে ভোলা যায় না। অনেকে আবার স্বল্পভাষী মুকেশের নম্র ব্যবহারেও মুগ্ধ।শর্মাজির দইবড়ার দামও আহামরি কিছু না। মাত্র ৪০ টাকায় এক প্লেট দইবড়া বিক্রি করেন তিনি। তবে একটি প্লেটে একটিই বড়া থাকে।কিন্তু কী ভাবে সেই দইবড়া বিক্রি করেন মুকেশ? প্রথমে একটি প্লেটের উপর একটি বড়া রেখে উপর থেকে টক-মিষ্টি ঠান্ডা দই ছড়িয়ে দেওয়া হয়।

এর পর একটি চামচ দিয়ে বড়াটি কয়েক টুকরো করে দেন মুকেশ। উপর থেকে মিষ্টি চাটনি, মশলা, পাপড়ি এবং ঝুরিভাজা ছড়িয়ে পরিবেশন করা হয়।এই দইবড়া বিক্রি করেই মুকেশের মাসিক উপার্জন লক্ষ লক্ষ টাকা। মোট সম্পত্তির পরিমাণ কয়েক কোটি।শর্মাজির দাবি, বাড়িতে তৈরি বিশেষ মশলার গুণেই তাঁর দইবড়া এত সুস্বাদু।

Advertisement

সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, শর্মাজি ১৯৮৯ সাল থেকে দইবড়া বিক্রি করছেন। প্রথম প্রথম দইবড়ার প্রতিটি প্লেট দু’টাকায় বিক্রি করতেন মুকেশ। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৪০ টাকা হয়েছে।দইবড়া বিক্রি করে দিল্লির বুকে বাড়ি-গাড়ি তৈরি করে ফেলেছেন মুকেশ। বিএমডব্লু চেপে এসে দইবড়া বিক্রি করেন তিনি। গাড়ি করেই আনেন বাড়িতে তৈরি বড়া এবং দই।

মুকেশ কুমার শর্মা দিল্লির নেহেরু প্যালেসে পরিচিত মুখ । তাঁর দইবড়া এমন স্বাদ যে মানুষ লাইন দিয়ে কেনেন । আর নিমিষেই বিক্রি হয়ে যায় সব । বাড়িতেই বড়া তৈরি করেন শর্মাজি । এই নামেই সমধিক পরিচিতি, আবার কিছু মানুষ তাঁকে কোটিপতি দইবড়াওয়ালা বলে থাকেন । আসলে শর্মাজির বড়ার স্বাদই আলাদা । এমন মশলা তিনি ব্যবহার যা খেলে আবারও খেতে ইচ্ছা করে । আর এতেই তাঁর বিক্রি বেড়েই চলেছে, একইসঙ্গে লক্ষ লক্ষ টাকাও উপার্জন করছেন । এভাবেই দইবড়া বিক্রি করে কোটিপতি হয়েছেন দিল্লির মুকেশ শর্মা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ